সৌদি আরবে বন্যায় ৪৮ জনের মৃত্যু

সৌদি আরবের জেদ্দায় ভারী বৃষ্টিপাতের কারণে সৃষ্ট বন্যায় ৪৮ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে মক্কায় মারা গেছে চারজন। তবে হজ পালন করতে আসা কোনো ধর্মপ্রাণ মুসলমানের প্রাণহানি ঘটেনি। দেশটির একটি উদ্ধারকারী সংস্থা গতকাল বৃহস্পতিবার এ কথা জানিয়েছে।
উদ্ধারকারী সংস্থাটির একজন কর্মকর্তা জানান, ভারী বর্ষণের ফলে সৃষ্ট বন্যায় কেউ পানিতে ডুবে, কেউ সেতু ভেঙে, আবার কেউ গাড়ি দুর্ঘটনায় মারা গেছে। বন্যার কারণে জেদ্দায় অনেক লোক পানিবন্দী হয়ে পড়েছে। সেখানে ইতিমধ্যে বন্যাকবলিত ৯০০ জনকে উদ্ধার করা হয়েছে।
বিশ্বের বিভিন্ন দেশ থেকে পবিত্র হজ পালনের জন্য এবার প্রায় ২৫ লাখ ধর্মপ্রাণ মুসলমান মক্কায় সমবেত হয়েছেন। বন্যার কারণে মক্কায় যাওয়ার পথে একটি সড়কপথ বন্ধ হয়ে গেছে। এতে অনেক ধর্মপ্রাণ মুসলমানের হজ পালনে ভোগান্তি হয়েছে। সরকারি কর্মকর্তা জাসেম আল-ইয়াকোত বলেন, মক্কায় যাওয়ার পথে দুটি সেতু ভেঙে গেছে। বৃষ্টিতে জেদ্দার অনেক স্থানে বিদ্যুত্ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে।

No comments

Powered by Blogger.