ফ্রান্সের সামনে আয়ারল্যান্ড

প্লে-অফে আয়ারল্যান্ড ও ইউক্রেনকে এড়াতে চেয়েছিলেন রেমন্ড ডমেনেখ, কিন্তু পারলেন না ফ্রেঞ্চ কোচ। বিশ্বকাপে যাওয়ার লড়াইয়ে ফ্রান্সের সামনে পড়েছে জিওভান্নি ত্রাপাত্তোনির আয়ারল্যান্ড। ডাবলিনের ক্রোক পার্কে হবে প্রথম লেগের খেলা। আগ্রহ ছিল পর্তুগালের প্রতিপক্ষ কে হবে, সেটি নিয়েও। দক্ষিণ আফ্রিকার টিকিট পেতে হলে ক্রিস্টিয়ানো রোনালদোর দলকে টপকাতে হবে বসনিয়া ও হার্জেগোভিনার বাধা।
ফিফা সদর দপ্তর জুরিখে গতকাল হয়েছে ইউরোপের প্লে-অফের ড্র। ২০০৪ ইউরো চ্যাম্পিয়ন গ্রিসের সামনে দাঁড়াচ্ছে আন্দ্রেই শেভচেঙ্কোর ইউক্রেন। আর রাশিয়ার প্রতিপক্ষ স্লোভেনিয়া। প্রথম লেগের সবগুলো ম্যাচ হবে ১৪ নভেম্বর, দ্বিতীয় লেগ ১৮ নভেম্বর। ইউরোপ থেকে ৯টি দেশ ইতিমধ্যেই নিশ্চিত করেছে বিশ্বকাপ। ওয়েবসাইট।
প্লে-অফ লাইনআপ
আয়ারল্যান্ড—ফ্রান্স, পর্তুগাল—বসনিয়া ও হার্জেগোভিনা, গ্রিস—ইউক্রেন, রাশিয়া—স্লোভেনিয়া (প্রথম লেগের স্বাগতিক দল প্রথমে)।

No comments

Powered by Blogger.