আর্থিক সহায়তা পাকিস্তানে মার্কিনবিরোধী মনোভাব পরিবর্তনে সহায়ক হবে

মার্কিন সিনেটর জন কেরি আশাবাদ ব্যক্ত করে বলেছেন, পাকিস্তানের জন্য যুক্তরাষ্ট্রের বড় ধরনের সাহায্য প্যাকেজটি পাকিস্তানে ব্যাপক মার্কিনবিরোধী মনোভাব পরিবর্তনে সহায়তা করবে। সম্প্রতি পরিচালিত এক জরিপে দেখা গেছে, মুসলমান সংখ্যাগরিষ্ঠ দেশটির অধিকাংশ মানুষই মার্কিন সেনাবাহিনীর ওপর ক্ষুব্ধ।
স্কুল ও রাস্তাঘাট নির্মাণ এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর উন্নয়নে পাকিস্তানের জন্য ৭৫০ কোটি ডলারের একটি সাহায্য প্যাকেজে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মার্কিন কংগ্রেস।
সিনেট ফরেন রিলেশন্স কমিটির চেয়ারম্যান এবং সাহায্য প্রস্তাবের সহ-প্রণেতা জন কেরি বলেন, এই সাহায্য পরিকল্পনায় শুধু সরকারের প্রয়োজনীয়তার দিকে নয়, পাকিস্তানি জনগণের চাহিদার প্রতিও মনোযোগ দেওয়া হয়েছে। তিনি বলেন, অনেক পাকিস্তানি বিশ্বাস করেন কৌশলগত লক্ষ্য অর্জনের জন্য যুক্তরাষ্ট্র তাঁদের বঞ্চিত করছে। এ কারণে জনগণের সঙ্গে সম্পর্ক গড়ে তোলার প্রচেষ্টায় সুনির্দিষ্টভাবে এ সাহায্য প্রস্তাব গ্রহণ করা হয়েছে। যুক্তরাষ্ট্র এমন একটি সম্পর্ক চায়, যা পাকিস্তানি জনগণের স্বার্থ ও চাহিদা পূরণ করবে।

No comments

Powered by Blogger.