পরমাণু কর্মসূচি বৈধ অধিকার: ইরান

ইরানের পরমাণু কর্মসূচিসংক্রান্ত প্রতিনিধি দলের নেতা সাঈদ জলিলি বলেছেন ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি চালিয়ে যাওয়া ইরানের ‘বৈধ ও নৈতিক’ অধিকার এবং ইরান এই কর্মসূচিকে ভবিষ্যতে আরও সামনে এগিয়ে নিয়ে যাবে। তিনি সুইজারল্যান্ডের জেনেভা থেকে ইরানের পরমাণু কর্মসূচিসংক্রান্ত এক বৈঠক শেষে দেশে ফিরে তেহরান বিমানবন্দরে সংবাদমাধ্যমকে এ কথা বলেন।
জলিলি জেনেভায় গত বৃহস্পতিবার বিশ্বের ছয়টি শক্তিধর দেশের প্রতিনিধিদের সঙ্গে ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে অনুষ্ঠিত এক বৈঠকে ইরানি প্রতিনিধিদলের নেতৃত্ব দেন। এই বৈঠকে ইরান তার নতুন একটি পরমাণু কেন্দ্র পরিদর্শনে জাতিসংঘকে সহায়তা দানের বিষয়ে একমত হয়েছে। সম্প্রতি ইরানের ক্বোম শহরের একটি সামরিক ঘাঁটির কাছে ইরান এই পরমাণু কেন্দ্রটি নির্মাণ করে।

No comments

Powered by Blogger.