ইউরোপের ফুটবলে জার্মান মেয়েদের ইতিহাস by সরাফ আহমেদ

ইংল্যান্ডকে ৬-২ গোলে ভাসিয়ে ইউরোপীয় মহিলা ফুটবলে টানা পঞ্চম শিরোপা জিতেছে জার্মানি। ১৯৮৪ সালে শুরু হওয়া এই প্রতিযোগিতায় মোট সাতবার চ্যাম্পিয়ন হলো জার্মানির মেয়েরা।
হেলসিঙ্কির অলিম্পিক স্টেডিয়ামে পরশুর ফাইনালের স্কোরলাইন যা বলছে, ম্যাচটা তত একপেশে ছিল না। ২২ মিনিটের মধ্যে অধিনায়ক ব্রিজিত প্রিঞ্জ এবং মেলানি বেরিংগারের গোলে জার্মানি ২-০ গোলে এগিয়ে গেলেও ২ মিনিট পরই একটি গোল ফিরিয়ে দেয় ইংল্যান্ড। কিম কুলিগের গোলে আবার ২ গোলের ব্যবধান গড়ে জার্মানি। ইংল্যান্ড আবারও ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে কেলি স্মিথের গোলের মাধ্যমে। কিন্তু ম্যাচের বাকিটা ছিল পুরোপুরি জার্মানির। পরপর দু গোল করে টুর্নামেন্টে সর্বোচ্চ স্কোরার হয়ে যান গ্রিঙ্গস (৬ গোল)। শেষ দিকে নিজের দ্বিতীয় গোল করে ইংল্যান্ডের পরাজয়ের বোঝা ভারি করেন টুর্নামেন্টের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা প্রিঞ্জ।
ইউরোপ মহাদেশীয় ফুটবলে এখন পর্যন্ত মহিলা ফুটবল ততটা জনপ্রিয় না হলেও জার্মানিতে রেকর্ডসংখ্যক মানুষ টেলিভিশনে সরাসরি এই খেলা উপভোগ করেছেন। জার্মান মহিলা ফুটবল দলকে উত্সাহ দিতে স্টেডিয়ামে উপস্থিত ছিলেন জার্মান রাষ্ট্রপতি হোর্স্ট কোহলার।
জার্মান ফুটবল ফেডারেশন দলের খেলোয়াড়দের প্রত্যেককে বার হাজার ইউরো (প্রায় বার লাখ টাকা) দেওয়ার ঘোষণা দিয়েছেন।

No comments

Powered by Blogger.