ফরিদপুরে টেলিযোগাযোগসচিব দেশের ডাকঘরগুলোকে ইলেকট্রনিক সেন্টার হিসেবে গড়ে তোলা হবে

ডাক ও টেলিযোগাযোগসচিব সুনীলকান্তি বোস বলেছেন, এক থেকে দেড় বছরের মধ্যে গ্রামে ইন্টারনেটসেবা পৌঁছে দেওয়া হবে। পাশাপাশি গ্রামের পোস্ট অফিস বা ডাকঘরগুলোকে ইলেকট্রনিক সেন্টার হিসেবে গড়ে তোলা হবে।
গতকাল শনিবার ফরিদপুরে স্থানীয় জসীমউদ্দীন হলে ডাক বিভাগের অবিভাগীয় ডাকঘরের পোস্টমাস্টারদের মধ্যে গ্রামীণফোনের মোবাইল সিমকার্ড বিতরণ ও প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। এতে বক্তব্য দেন ডাক বিভাগের মহাপরিচালক মোবাশ্বের উর রহমান, ফরিদপুরের জেলা প্রশাসক হেলালুদ্দীন আহমদ, পুলিশ সুপার মো. আওলাদ আলী ফকির, গ্রামীণফোনের সহকারী মহাব্যবস্থাপক মো. আবু মামুন হাশমী, ফরিদপুর বিভাগের ডেপুটি পোস্টমাস্টার জেনারেল অলকা রাণী রায় ও খুলনা অঞ্চলের পোস্টমাস্টার জেনারেল আলাউদ্দিন আহমদ।
সুনীলকান্তি বোস বলেন, গ্রামীণফোনের সঙ্গে ডাক বিভাগের চুক্তি অনুযায়ী প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে পোস্ট অফিস বা ডাকঘরগুলো গ্রামের মানুষের কাছে অতি দ্রুত সেবা পৌঁছে দেবে।

No comments

Powered by Blogger.