সুন্দরী প্রেস সেক্রেটারির ভূয়সী প্রশংসা ট্রাম্পের: ওই সুন্দর মুখ, ঠোঁট মেশিনগানের মতো

হোয়াইট হাউসে নিজের সুন্দরী প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিটের রূপের ভূয়সী প্রশংসা করলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। সম্প্রতি ক্যারোলিন লেভিটের ‘সুন্দর মুখ’ ও ‘ঠোঁট’ নিয়ে উচ্ছ্বসিত এই প্রশংসা করেন তিনি। মূলত অর্থনৈতিক এজেন্ডা তুলে ধরার জন্য পেনসিলভ্যানিয়াতে এক অনুষ্ঠানে ভাষণ দিচ্ছিলেন ট্রাম্প। এ খবর দিয়েছে অনলাইন এনডিটিভি। সেখানে ৭৯ বছর বয়সী ট্রাম্প প্রশাসনের অর্থনৈতিক সাফল্য নিয়ে কথা বলতে গিয়েছিলেন। কিন্তু হঠাৎ প্রসঙ্গ বদলে ২৮ বছর বয়সী লেভিটকে ‘চমৎকার’ বলে প্রশংসায় ভরিয়ে দেন। তিনি দর্শকদের উদ্দেশে বলেন, ‘আজ আমরা আমাদের সুপারস্টার ক্যারোলিনকেও এনেছি। ও কি দারুণ না? ক্যারোলিন কি দারুণ না?’ এরপর তিনি লেভিটের শারীরিক সৌন্দর্য ও আত্মবিশ্বাসের প্রশংসা করতে থাকেন। ক্যারোলিন লেভিট তার চেয়ে বয়সে পঞ্চাশ বছরেরও বেশি ছোট। ট্রাম্প বলেন, যখন সে টেলিভিশনে যায়- ফক্সে, আমি বলতে চাই, তারা দাপট দেখায়, পুরো দাপট... যখন সে সেই সুন্দর মুখ আর ওই ঠোঁট নিয়ে উপস্থিত হয়- যা থামে না, (ওর সেই ঠোঁট) ছোট্ট এক মেশিনগানের মতো’। এসময় ট্রাম্প অদ্ভুত শব্দও করেন। তিনি আরও বলেন, ‘তার কোনো ভয় নেই... কারণ আমাদের নীতিগুলো ঠিক আছে। আমাদের নারীদের খেলায় পুরুষ খেলোয়াড় নেই। আমাদের ট্রান্সজেন্ডার ইস্যু সবাইকে ‘বিক্রি’ করতে হয় না। আমাদের খোলা সীমান্তও নেই, যেখানে কারাগার থেকে শুরু করে সারা পৃথিবীর মানুষ ঢুকে পড়ে। তাই তার কাজটা একটু সহজ। আমি কিন্তু অন্য পক্ষের প্রেস সেক্রেটারি হতে চাইতাম না।’

এ ধরনের মন্তব্য এর আগেও করেছেন ট্রাম্প। আগস্ট মাসে নিউজম্যাক্সকে দেয়া এক সাক্ষাৎকারেও তিনি প্রায় একইভাবে লেভিটের সৌন্দর্য ও কথা বলার ধরন নিয়ে মন্তব্য করেন। সেই সময় তিনি বলেন, ‘ওই মুখ... ওই মস্তিষ্ক... ওই ঠোঁট- যেভাবে নড়ে, ঠিক মেশিনগানের মতো নড়ে।’ তিনি আরও দাবি করেন, ‘আমার মনে হয় না, কখনও কোনো প্রেসিডেন্ট এর চেয়ে ভালো প্রেস সেক্রেটারি পেয়েছেন।’

লেভিট ২০১৯ থেকে ২০২১ পর্যন্ত ট্রাম্পের প্রথম প্রশাসনে সহকারী প্রেস সেক্রেটারি হিসেবে কাজ করেন। নিউ হ্যাম্পশায়ারের এই নারী বিবাহিত। তার স্বামী রিয়েল এস্টেট ডেভেলপার নিকোলাস রিচিও (৬০)। তাদের এক ছেলে আছে। নাম নিকো। কংগ্রেসে প্রতিদ্বন্দ্বিতা করে ব্যর্থ হওয়ার পর তিনি জানুয়ারিতে হোয়াইট হাউসে ফিরে আসেন এবং ইতিহাসের সবচেয়ে কম বয়সী হোয়াইট হাউস প্রেস সেক্রেটারি হন। ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে তিনি পঞ্চম প্রেস সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছেন।

mzamin

No comments

Powered by Blogger.