পাক-আফগান সীমান্তে বোমা বিস্ফোরণ, পাকিস্তানের ৩ পুলিশ নিহত
এতে বলা হয়, দেরা ইসমাইল খান এলাকার পুলিশ কর্মকর্তা আলী হামজা জানান, প্রাথমিকভাবে এটি একটি ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) বিস্ফোরণ বলে ধারণা করা হচ্ছে। কেউ এ হামলার দায় স্বীকার না করলেও পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নকভি হামলার জন্য তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) দায়ী করেছেন। আফগানিস্তানে তালেবান ক্ষমতায় আসার পর থেকেই ইসলামাবাদ দাবি করছে-টিটিপি আফগান ভূখণ্ডে নিরাপদ আশ্রয় পাচ্ছে। তবে কাবুল কর্তৃপক্ষ এ অভিযোগ নাকচ করে আসছে। গত অক্টোবর সীমান্ত এলাকায় তীব্র সংঘর্ষে বহু মানুষ নিহত হয়।
তালেবান শাসন প্রতিষ্ঠার পর এটিই ছিল সবচেয়ে ভয়াবহ সংঘর্ষ। এরপর ঘোষিত যুদ্ধবিরতি এখনো টিকে থাকলেও দুই দেশের মধ্যে উত্তেজনা রয়ে গেছে। কাবুল অভিযোগ করেছে, পাকিস্তান আফগানিস্তানের পূর্বাঞ্চলে বিমান হামলা চালিয়েছে। অন্যদিকে পাকিস্তান সাম্প্রতিক সময়ে বেশ কিছু বোমা হামলা ও জঙ্গি তৎপরতার জন্য টিটিপি’কে দায়ী করছে। ইসলামাবাদের একটি আদালত চত্বরে আত্মঘাতী হামলায় ১২ জন নিহত হওয়ার পর পাকিস্তান কর্তৃপক্ষ চারজন আফগান নাগরিককে আটক করে। পেশাওয়ারে একটি আধাসামরিক বাহিনীর সদর দপ্তরে হামলারও দায় টিটিপি-এর একটি অংশ স্বীকার করেছে।

No comments