পাকিস্তানের রাজনীতিতে ঘূর্ণি হাওয়া: সামরিক-বেসামরিক দ্বন্দ্বের আভাস, সরকার বলছে গুজব
অনলাইন জিও নিউজ বলছে, ফেডারেল সরকার নাগরিক ও সামরিক নেতৃত্বের মধ্যে সম্ভাব্য বিরোধ নিয়ে সমালোচনামূলক গুজবকে স্পষ্টভাবে অস্বীকার করেছে। একই সঙ্গে এসব দাবিকে ‘ভিত্তিহীন’ ও ‘বিভ্রান্তিমূলক’ বলে অভিহিত করেছে। পাকিস্তানের প্রধানমন্ত্রীর সাবেক প্রধান সচিব এবং ক্যাবিনেটের ঘনিষ্ঠ সহযোগী ড. তৌকির শাহ দ্য নিউজকে বলেছেন, সামাজিক মাধ্যমে এবং কিছু রাজনৈতিক মহলে ছড়ানো গুজবের কোনো সত্যতা নেই। এসব গুজবে সরকার ও ফিল্ড মার্শাল অসিম মুনিরের মধ্যে উত্তেজনার কথা বলা হচ্ছে। তিনি দৃঢ়ভাবে স্পষ্ট করেন যে, সেনা প্রধান ও প্রধান প্রতিরক্ষা বাহিনী-এর নোটিফিকেশন বিলম্বের কোনো কারণ নেই।
ড. শাহ বলেন, বেসামরিক ও সামরিক নেতৃত্বের মধ্যে কোনো ফাটল নেই। তিনি আরও যোগ করেন, দুই পক্ষের কার্যকর সম্পর্ক মসৃণ এবং সম্পূর্ণ সমন্বিত রয়েছে। ড. শাহ আরও পরিষ্কার করেন যে, পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজের নেতা এবং সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ ফিল্ড মার্শাল অসিম মুনিরকে উচ্চ সম্মানের স্থানে রাখেন এবং তার পেশাদারিত্ব, দায়বদ্ধতা এবং রাষ্ট্রের সেবায় অবদানের জন্য বারবার প্রশংসা করেছেন।
তিনি আরও উল্লেখ করেন, নওয়াজ শরিফ ২৭তম সংবিধান সংশোধনীর পক্ষে ভোট দিয়েছেন। এটা প্রমাণ করে যে তিনি প্রাতিষ্ঠানিক কাঠামো এবং সামরিক নেতৃত্বের প্রতি সমর্থন অব্যাহত রেখেছেন। ড. শাহ বলেন, যে কোনো গুজব যেটি সম্পর্কের টানাপোড়েন বা নোটিফিকেশনের বিলম্বের সঙ্গে যুক্ত, তা শুধুই কল্পকাহিনী ও গুজব ছড়ানোর চেষ্টা। তিনি বলেন, এ ধরনের কল্পনামূলক বর্ণনা শুধুমাত্র বিভ্রান্তি সৃষ্টি করে, যখন স্থিতিশীলতা ও ঐক্য প্রয়োজন। তিনি জোর দিয়ে বলেন, উভয় পক্ষ- নির্বাচিত সরকার ও সামরিক নেতৃত্ব একটি অনন্য ও সাদৃশ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখে, যা জাতীয় অগ্রাধিকার ও লক্ষ্য অর্জনের জন্য পুরোপুরি সমন্বিত এবং অন্য কোনো মন্তব্য ভিত্তিহীন।

No comments