সরকারি শাটডাউন: যুক্তরাষ্ট্রে শত শত ফ্লাইট বাতিল, ভোগান্তিতে মানুষ

যুক্তরাষ্ট্রের ইতিহাসে দীর্ঘতম সরকারি অচলাবস্থার (শাটডাউন) কারণে এ মাসে লাখ লাখ আমেরিকানের ভ্রমণ পরিকল্পনা হঠাৎ থমকে যেতে পারে। কারণ শত শত ফ্লাইট বাতিল হয়েছে। আরও অনেক ফ্লাইট বাতিল হচ্ছে। শুক্রবার প্রথম দিনেই ১,০০০টিরও বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে ট্রাম্প প্রশাসনের নির্দেশিত কাটছাঁটের অংশ হিসেবে। এর বেশিরভাগই এই অচলাবস্থার কারণে বাধ্যতামূলকভাবে বাতিল হয়েছে। সপ্তাহান্তে আরও শত শত অতিরিক্ত ফ্লাইট বাতিল করার ফলে যাত্রীদের জন্য ভ্রমণ বিঘ্ন আরও বাড়বে বলে জানা গেছে। এ খবর দিয়েছে অনলাইন সিএনএন।

কর্মকর্তারা বলছেন, নিরাপত্তা বজায় রাখার জন্য ফ্লাইট বাতিল করা প্রয়োজন। কারণ কিছু এয়ার ট্রাফিক কন্ট্রোলার ও ফেডারেল নিরাপত্তা কর্মী এই অচলাবস্থার কারণে বেতন পাচ্ছেন না। এ জন্য তারা কাজে আসছেন না। শুক্রবারই ৪,৫০০টিরও বেশি ফ্লাইট বিলম্বিত হয়েছে। কারণ পর্যাপ্ত সংখ্যক এয়ার ট্রাফিক কন্ট্রোলার উপস্থিত ছিলেন না। এই বাতিল ও বিলম্বের মূল কারণ দুটি- কর্মী সংকট এবং ফেডারেল এভিয়েশন এডমিনিস্ট্রেশন (এফএএ) নির্দেশিত ৪ ভাগ ফ্লাইট কমানোর আদেশ। শুক্রবারের এই কাটছাঁট দেশের ৪০টি বৃহত্তম বিমানবন্দরে ৪ ভাগ ফ্লাইট হ্রাস করে। যদি অচলাবস্থা চলতেই থাকে, তবে আগামী সপ্তাহে আরও ফ্লাইট বাতিল হতে পারে।

সম্ভাব্যভাবে আগামী শুক্রবার পর্যন্ত ১০ ভাগ ফ্লাইট বাদ পড়তে পারে। এফএএ বলছে, উচ্চ-চাপ ট্রাফিক যুক্ত ৪০টি বিমানবন্দর থেকে ফ্লাইট কমাতে হবে। প্রতিটি এয়ারলাইন নিজস্বভাবে সিদ্ধান্ত নিতে পারবে কোন ফ্লাইটগুলো বাতিল করবে। তবে নির্ধারিত সংখ্যক ফ্লাইট অবশ্যই কমাতে হবে। উত্তর-পূর্ব অঞ্চলে রয়েছে বোস্টন লোগান, নিউয়ার্ক লিবার্টি, নিউইয়র্ক জেএফকে, লা গার্ডিয়া, ফিলাডেলফিয়া ও টিটারবোরা (নিউ জার্সি)। মধ্য-পশ্চিম অঞ্চলে আছে শিকাগো মিডওয়ে, শিকাগো ও’হেয়ার, সিনসিনাটি/নর্দার্ন কেনটাকি, ডেট্রয়েট, ইন্ডিয়ানাপোলিস, লুইসভিল মুহাম্মদ আলী, মিনিয়াপলিস-সেন্ট পল। দক্ষিণ অঞ্চলে আছে শার্লট ডগলাস, ডালাস-ফোর্ট ওয়ার্থ, ডালাস লাভ ফিল্ড, ফোর্ট লডারডেল, হিউস্টন জর্জ বুশ, আটলান্টা হাটসফিল্ড-জ্যাকসন, মেমফিস, অরল্যান্ডো, মিয়ামি ও টাম্পা। ওয়াশিংটন এলাকায় বাল্টিমোর/ওয়াশিংটন, রোনাল্ড রিগ্যান ওয়াশিংটন ন্যাশনাল, ওয়াশিংটন ডালাস। পশ্চিমাঞ্চলে ডেনভার, লাস ভেগাস হ্যারি রিড, লস অ্যাঞ্জেলেস, ওকল্যান্ড, অন্টারিও, ফিনিক্স, পোর্টল্যান্ড, সল্ট লেক সিটি, সান ডিয়েগো, সান ফ্রান্সিসকো, সিয়াটল-টাকোমা। হাওয়াই ও আলাস্কার হনলুলু ড্যানিয়েল কে. ইনোয়ে ও আঙ্কোরেজ টেড স্টিভেন্স।

mzamin

No comments

Powered by Blogger.