মামদানিকে ভর্ৎসনা ট্রাম্পপুত্র এরিকের
হ্যানিটিকে দেয়া সাক্ষাৎকারে তিনি আক্ষেপ করে বলেন, একসময় যে নিউইয়র্ক ছিল ‘বিশ্বের সেরা শহর’, রাজনৈতিক কারণে এখন আর সেই জায়গায় নেই। মামদানিকে আক্রমণ করে এরিক ট্রাম্প বলেন, ডেমোক্রেটিক সমাজতন্ত্রী এই মেয়রের অগ্রাধিকারগুলো শহরের প্রয়োজনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। তার ভাষায়- ‘নিউইয়র্কে একজন সমাজতান্ত্রিক কমিউনিস্ট এসেছে, যে মুদি দোকান জাতীয়করণ করতে চায়, নেতানিয়াহুকে গ্রেপ্তার করতে চায়, ইহুদিদের ঘৃণা করে, ভারতীয়দের ঘৃণা করে।’ এরিক ট্রাম্প ট্রাম্প অর্গানাইজেশনের নির্বাহী সহ-সভাপতি। তিনি বলেন নবনির্বাচিত মেয়রের উচিত ছিল ‘নিরাপদ রাস্তা, পরিষ্কার রাস্তা, যুক্তিসঙ্গত কর’। এসব মৌলিক বিষয়ে মনোযোগ দেয়া। তার মতে, সরকারি হস্তক্ষেপ ছাড়াই নিউইয়র্ক সফল হতে পারে। তিনি মামদানিকে আরও যুক্ত করেন ডেমোক্রেটিক দলের প্রভাবশালী প্রগতিশীল নেতা আলেক্সান্দ্রিয়া ওকাসিও-কর্তেজের সঙ্গে।
এরিক ট্রাম্প আবারও অভিযোগ তোলেন, ওকাসিও-কর্তেজ নিউইয়র্কে অ্যামাজনের সম্ভাব্য সদরদপ্তর স্থাপনে বাধা দিয়ে ‘দশ হাজার উচ্চ বেতনের চাকরি’ শহর থেকে তাড়িয়ে দিয়েছেন। তার ভাষায়- ‘ওরা হাজার হাজার চাকরি আনতে যাচ্ছিল। আর সে তাদের পশুর মতো তাড়িয়ে দিয়েছে!’ এর আগে টার্নিং পয়েন্ট ইউএসএ’র এক অনুষ্ঠানে এরিক ট্রাম্প বলেন, ‘পাগল’ মামদানি নেতৃত্ব দিলে শহরটির জন্য তা ভয়াবহ হবে। রক্ষণশীলদের প্রতি তার সতর্কবার্তা- ‘এ ধরনের ধারণা ছড়াতে দেয়া যাবে না। এটা একটি মহান আমেরিকান শহরকে ধ্বংস করে দেবে।’ তার দাবি, নিউইয়র্ক সিটির মেয়র হিসেবে একজন প্রকৃত কমিউনিস্ট নির্বাচিত হয়েছেন।
অন্যদিকে ১লা জানুয়ারি দায়িত্ব গ্রহণের মাধ্যমে কয়েকটি ঐতিহাসিক মাইলফলক স্পর্শ করতে চলেছেন মামদানি। অ্যানড্রু কুমো ও কার্টিস স্লিওয়াকে হারিয়ে তিনি নিউইয়র্কের সাম্প্রতিক ইতিহাসের সবচেয়ে বামঘেঁষা মেয়র হচ্ছেন। একইসঙ্গে শহরের প্রথম মুসলিম, প্রথম দক্ষিণ এশীয় বংশোদ্ভূত এবং প্রথম আফ্রিকায় জন্ম নেয়া ব্যক্তি হিসেবে মেয়র পদে বসতে যাচ্ছেন। এছাড়া তিনি ১০০ বছরেরও বেশি সময় পরে নিউইয়র্কের সবচেয়ে কমবয়সী মেয়র হবেন। নির্বাচনী রাতে মামদানি প্রেসিডেন্ট ট্রাম্পকে উদ্দেশ্য করে তীব্র বার্তা দেন। বলেন, ডনাল্ড ট্রাম্প, জানি আপনি দেখছেন- আপনার জন্য আমার চারটি শব্দ: টার্ন আপ দ্য ভলিউম। অর্থাৎ চিৎকার করতে থাকুন। তিনি আরও বলেন, ট্রাম্পে বিরক্ত একটি দেশ কীভাবে তাকে অতিক্রম করতে পারে- তা দেখানোর ক্ষমতা আছে এই শহরের, যে শহর একসময় তাকে উত্থান দিয়েছিল।

No comments