গাজায় শিশুদের টিকার ১৬ লাখ সিরিঞ্জ প্রবেশে বাধা দিচ্ছে ইসরাইল: ইউনিসেফ

ইউনিসেফ জানিয়েছে শিশুদের টিকা দেওয়ার সিরিঞ্জ এবং বেবি ফর্মুলার বোতলসহ অত্যাবশ্যকীয় সামগ্রী গাজায় প্রবেশে বাধা দিচ্ছে ইসরাইল। এর ফলে যুদ্ধবিধ্বস্ত এলাকায় সাহায্য পৌঁছাতে দাতব্য সংস্থাগুলো ব্যর্থ হচ্ছে। ইউনিসেফের তথ্য অনুযায়ী, আংশিক শান্তিচুক্তির মধ্যেই তারা শিশুদের ব্যাপক টিকাদান কর্মসূচি শুরু করেছে। তবে ১৬ লাখ সিরিঞ্জ এবং সোলার চালিত ফ্রিজ গাজায় প্রবেশ সমস্যায় পড়েছে। এসব টিকা সংরক্ষণের জন্য প্রয়োজন ওই ফ্রিজগুলো। সিরিঞ্জগুলো আগস্ট থেকে কাস্টমস ক্লিয়ারেন্সের জন্য অপেক্ষা করছে। এ খবর দিয়েছে অনলাইন আরব নিউজ।

মঙ্গলবার ইউনিসেফ মুখপাত্র রিকার্ডো পিরেস বলেন, সিরিঞ্জ এবং ফ্রিজকে ইসরাইল ‘ডুয়েল-ইউজ’ হিসেবে বিবেচনা করছে। এই সামগ্রীগুলো কাস্টমস এবং তল্লাশি থেকে পার করানো খুব কঠিন, তবুও এগুলো জরুরি। ডুয়েল-ইউজ বলতে বোঝায় এমন সামগ্রী যেগুলোকে সামরিক ও সাধারণ উভয় কাজে ব্যবহার করা যেতে পারে বলে ইসরাইল মনে করে। গাজায় সাহায্য প্রবাহ পর্যবেক্ষণকারী ইসরাইলি সামরিক শাখা কোগ্যাট তৎক্ষণাৎ মন্তব্য করেনি।

আগে তারা বলেছে যে খাদ্য, পানি, চিকিৎসা সামগ্রী ও আশ্রয় সামগ্রী প্রবেশে তারা সীমাবদ্ধতা আরোপ করছে না। এছাড়াও তারা হামাসকে মানবিক সরবরাহ চুরি করার অভিযোগে দায়ী করেছে। তবে হামাস এ অভিযোগ প্রত্যাখ্যান করেছে। ইউনিসেফ গত রবিবার গাজায় প্রথম টিকা দানের রাউন্ড শুরু করেছে। এর লক্ষ্য ৩ বছরের কম ৪০,০০০ শিশুকে পোলিও, জ্বর ও নিউমোনিয়ার টিকা দেয়া, যারা দু’বছর ধরে চলা গাজা যুদ্ধে নিয়মিত টিকা মিস করেছে। প্রথম দিনে ২৪০০ শিশুকে একাধিক টিকা দেয়া হয়েছে।

mzamin

No comments

Powered by Blogger.