গাজায় শিশুদের টিকার ১৬ লাখ সিরিঞ্জ প্রবেশে বাধা দিচ্ছে ইসরাইল: ইউনিসেফ
মঙ্গলবার ইউনিসেফ মুখপাত্র রিকার্ডো পিরেস বলেন, সিরিঞ্জ এবং ফ্রিজকে ইসরাইল ‘ডুয়েল-ইউজ’ হিসেবে বিবেচনা করছে। এই সামগ্রীগুলো কাস্টমস এবং তল্লাশি থেকে পার করানো খুব কঠিন, তবুও এগুলো জরুরি। ডুয়েল-ইউজ বলতে বোঝায় এমন সামগ্রী যেগুলোকে সামরিক ও সাধারণ উভয় কাজে ব্যবহার করা যেতে পারে বলে ইসরাইল মনে করে। গাজায় সাহায্য প্রবাহ পর্যবেক্ষণকারী ইসরাইলি সামরিক শাখা কোগ্যাট তৎক্ষণাৎ মন্তব্য করেনি।
আগে তারা বলেছে যে খাদ্য, পানি, চিকিৎসা সামগ্রী ও আশ্রয় সামগ্রী প্রবেশে তারা সীমাবদ্ধতা আরোপ করছে না। এছাড়াও তারা হামাসকে মানবিক সরবরাহ চুরি করার অভিযোগে দায়ী করেছে। তবে হামাস এ অভিযোগ প্রত্যাখ্যান করেছে। ইউনিসেফ গত রবিবার গাজায় প্রথম টিকা দানের রাউন্ড শুরু করেছে। এর লক্ষ্য ৩ বছরের কম ৪০,০০০ শিশুকে পোলিও, জ্বর ও নিউমোনিয়ার টিকা দেয়া, যারা দু’বছর ধরে চলা গাজা যুদ্ধে নিয়মিত টিকা মিস করেছে। প্রথম দিনে ২৪০০ শিশুকে একাধিক টিকা দেয়া হয়েছে।

No comments