হেরাত প্রদেশে হাসপাতালে যেতে নারীদের বোরকা পরা বাধ্যতামূলক: এমএসএফ

আফগানিস্তানের পশ্চিমাঞ্চলীয় শহর হেরাতে নারী রোগী, অভিভাবক ও চিকিৎসাকর্মীদের সরকারি হাসপাতালে প্রবেশের জন্য বোরকা পরা বাধ্যতামূলক করেছে তালেবান কর্তৃপক্ষ। এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক চিকিৎসা সহায়তা সংস্থা ডক্টরস উইদাউট বর্ডারস (এমএসএফ)। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। এমএসএফ জানায়, নতুন এই বিধিনিষেধ কার্যকর হয়েছে ৫ নভেম্বর থেকে। নারীদের পূর্ণ শরীর ও মুখ ঢেকে রাখা ইসলামী পর্দা প্রথা।

এমএসএফের আফগানিস্তান প্রোগ্রাম ম্যানেজার সারা শাতো বলেন, এই সিদ্ধান্ত নারীদের জীবন আরও সীমাবদ্ধ করে দিচ্ছে। স্বাস্থ্যসেবায় তাদের প্রবেশাধিকার মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করছে। তিনি জানান, এমনকি জরুরি চিকিৎসার প্রয়োজন থাকা নারীরাও এতে প্রভাবিত হচ্ছেন। তবে তালেবান সরকারের একজন মুখপাত্র এমএসএফের এই দাবিকে অস্বীকার করেছেন। কিছু প্রতিবেদনে বলা হয়েছে, বিষয়টি নিয়ে আন্তর্জাতিক উদ্বেগ প্রকাশের পর কিছুটা শিথিলতা আনা হয়েছে। এমএসএফ হেরাত আঞ্চলিক হাসপাতালে শিশু বিভাগে সহায়তা দিচ্ছে।

তারা জানিয়েছে যে, নতুন নিয়ম কার্যকরের প্রথম ক’দিনেই জরুরি রোগী ভর্তি ২৮ ভাগ কমে গেছে। সারা শাতো বলেন, তালেবান সদস্যরা হাসপাতালের ফটকে দাঁড়িয়ে বোরকা না পরা নারীদের প্রবেশে বাধা দিচ্ছিলেন। তালেবান সরকারের ‘নৈতিকতা প্রচার ও অসৎ কাজ প্রতিরোধ মন্ত্রণালয়’-এর মুখপাত্র সাইফুল ইসলাম খাইবার বলেন, এই খবর সম্পূর্ণ মিথ্যা। আমাদের অবস্থান কেবল হিজাব পরিধান সম্পর্কে।

mzamin

No comments

Powered by Blogger.