নিউইয়র্কে মেয়র নির্বাচন আজ: মামদানির তীব্র বিরোধিতা, কুমোকে সমর্থন ট্রাম্পের
ট্রাম্প আরও লিখেছেন, যদি কমিউনিস্ট প্রার্থী জোহরান মামদানি নিউইয়র্ক সিটির মেয়র নির্বাচনে জিতে যান, তাহলে আমি আইনে যতটা বাধ্য, তার ন্যূনতম সীমা ছাড়া আর কোনো ফেডারেল তহবিল দেব না। একজন কমিউনিস্টের হাতে এই একসময়ের মহান শহরের সফলতা বা টিকে থাকার কোনো সম্ভাবনাই নেই। আমি ভালো অর্থ খারাপ স্থানে নষ্ট করতে চাই না।
উল্লেখ্য, কুইন্সে জন্ম নেওয়া ট্রাম্প প্রায়ই নিউইয়র্ককে নিজের ‘প্রথম বাড়ি’ বলে উল্লেখ করেন। তিনি বলেন, জাতিকে পরিচালনা করার দায়িত্বে আছেন তিনি এবং মামদানির জয় মানে শহরটির ‘সম্পূর্ণ অর্থনৈতিক ও সামাজিক ধ্বংস’ হবে। প্রেসিডেন্ট আরও বলেন, তিনি এমনকি সফলতার রেকর্ড থাকা একজন ডেমোক্রেটকেও মামদানির চেয়ে বেশি পছন্দ করবেন এবং নিউইয়র্কবাসীদের সাবেক গভর্নর অ্যানড্রু কুমোকে সমর্থন দেয়ার আহ্বান জানান। তাকে তিনি ‘সক্ষম নেতা’ বলে উল্লেখ করেন। এছাড়াও রিপাবলিকান প্রার্থী কার্টিস স্লিওয়াকেও খোঁচা দেন ট্রাম্প। বলেন, স্লিওয়াকে ভোট দেয়া মানে মামদানিকেই ভোট দেয়া। ঠাট্টা করে তিনি আরও বলেন, বেরেট ছাড়া স্লিওয়াকে অনেক ভালো দেখায়।
নিউইয়র্কের সাবেক গভর্নর কুমোর প্রতি ট্রাম্পের এই সমর্থন এসেছে বহুল আলোচিত নির্বাচনের আগের সন্ধ্যায়। ফলে বিষয়টি রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনা, সমালোচনার জন্ম দিয়েছে। একজন প্রেসিডেন্ট হয়ে এভাবে মেয়র নির্বাচনে তার সমর্থন এবং একজন প্রার্থীর সরাসরি বিরোধিতা তিনি করতে পারেন কিনা তা নিয়ে সমালোচনা হচ্ছে।
ওদিকে জনমত জরিপে দেখা যাচ্ছে, কুমোর থেকে এগিয়ে আছেন ডেমোক্রেট প্রার্থী মামদানি। কুমো ডেমোক্রেট প্রাইমারিতে মামদানির কাছে পরাজিত হয়ে এবার স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। রিপাবলিকান প্রার্থী কার্টিস স্লিওয়া তাদের দু’জনের অনেক পিছনে রয়েছেন। রিপাবলিকান প্রেসিডেন্ট ট্রাম্প তার পোস্টে স্লিওয়াকে সমর্থন দিতে অস্বীকৃতি জানান। বরং তিনি লিখেছেন, কার্টিস স্লিওয়াকে ভোট দেয়া মানে মামদানিকেই ভোট দেয়া। ট্রাম্প প্রশাসন অতীতে বারবার ডেমোক্রেট নিয়ন্ত্রিত এলাকাগুলোর জন্য ফেডারেল অনুদান ও প্রকল্প তহবিল কমানোর চেষ্টা করেছে। এ অর্থবছরে নিউইয়র্ক সিটি ৭.৪ বিলিয়ন ডলার (৫.৭ বিলিয়ন পাউন্ড) ফেডারেল তহবিল পেয়েছে।

No comments