সৌদি যুবরাজের হোয়াইট হাউস সফরে রাষ্ট্রীয় মর্যাদার আয়োজন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বলেন, আগামী সপ্তাহে সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানের হোয়াইট হাউস সফরটি শুধু আনুষ্ঠানিক বৈঠকই নয়, বরং সৌদি আরব ও যুবরাজকে সম্মান জানানোর একটি সুযোগ হবে। এ মন্তব্য তিনি এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় করেন। এ খবর দিয়ে অনলাইন সৌদি গেজেট বলছে, যদিও সফরটি আনুষ্ঠানিকভাবে ‘ওয়ার্কিং ভিজিট’ হিসেবে চিহ্নিত, তবে হোয়াইট হাউসে রাষ্ট্রীয় সফরের মতো আড়ম্বর প্রস্তুত করা হচ্ছে বলে এক জ্যেষ্ঠ প্রশাসনিক কর্মকর্তা জানান। মঙ্গলবার যুবরাজের হোয়াইট হাউসের দিনটি শুরু হবে সাউথ লনে আগমন-অনুষ্ঠানের মাধ্যমে। এরপর সাউথ পোর্টিকোতে তাকে আনুষ্ঠানিক অভ্যর্থনা জানানো হবে। তারপর ট্রাম্প ও যুবরাজ ওভাল অফিসে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। পরে ক্যাবিনেট রুমে এক স্বাক্ষর অনুষ্ঠান ও মধ্যাহ্নভোজ হবে। সেখানে যুক্তরাষ্ট্র ও সৌদি আরব বিভিন্ন অর্থনৈতিক ও প্রতিরক্ষা চুক্তি আনুষ্ঠানিকভাবে সম্পাদন করবে বলে জানা গেছে।

সন্ধ্যায় হোয়াইট হাউসের ইস্ট রুমে ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের পরিকল্পনায় একটি নৈশভোজের আয়োজন করা হবে। বুধবার কেনেডি সেন্টারে মার্কিন-সৌদি বিজনেস কাউন্সিলের বৈঠকে দেশের শীর্ষ ব্যবসায়ী নেতাদের একটি বড় দল উপস্থিত থাকবে। ট্রাম্প সেখানে যোগ দেবেন কি না তা এখনও নিশ্চিত নয়, তবে কর্মকর্তা জানান তার উপস্থিতি সম্ভাব্য।

গালফ দেশগুলোর সঙ্গে সম্পর্ক জোরদার করা ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের পররাষ্ট্রনীতির প্রধান ভিত্তিগুলোর একটি। তার প্রথম গুরুত্বপূর্ণ বিদেশ সফরে তিনি সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত এবং কাতার পরিদর্শন করেছিলেন। সেখানে তাকে রয়্যাল সৌদি এয়ার ফোর্সের এফ-১৫ জেট যুদ্ধবিমান এসকর্ট করেছিল এবং তিনি ইউনেস্কো ঐতিহ্যবাহী স্থানে এক রাজকীয় ভোজে অংশ নেন। রিয়াদে যুবরাজের সঙ্গে পূর্বের এক বৈঠকে ট্রাম্প বলেন, আমার সত্যিই মনে হয় আমরা একে অপরকে খুব পছন্দ করি। পরে তিনি যুবরাজ মোহাম্মদকে অসাধারণ মানুষ এবং ‘আমার বন্ধু’ বলে আখ্যায়িত করেন।

mzamin

No comments

Powered by Blogger.