সৌদি যুবরাজের হোয়াইট হাউস সফরে রাষ্ট্রীয় মর্যাদার আয়োজন
সন্ধ্যায় হোয়াইট হাউসের ইস্ট রুমে ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের পরিকল্পনায় একটি নৈশভোজের আয়োজন করা হবে। বুধবার কেনেডি সেন্টারে মার্কিন-সৌদি বিজনেস কাউন্সিলের বৈঠকে দেশের শীর্ষ ব্যবসায়ী নেতাদের একটি বড় দল উপস্থিত থাকবে। ট্রাম্প সেখানে যোগ দেবেন কি না তা এখনও নিশ্চিত নয়, তবে কর্মকর্তা জানান তার উপস্থিতি সম্ভাব্য।
গালফ দেশগুলোর সঙ্গে সম্পর্ক জোরদার করা ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের পররাষ্ট্রনীতির প্রধান ভিত্তিগুলোর একটি। তার প্রথম গুরুত্বপূর্ণ বিদেশ সফরে তিনি সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত এবং কাতার পরিদর্শন করেছিলেন। সেখানে তাকে রয়্যাল সৌদি এয়ার ফোর্সের এফ-১৫ জেট যুদ্ধবিমান এসকর্ট করেছিল এবং তিনি ইউনেস্কো ঐতিহ্যবাহী স্থানে এক রাজকীয় ভোজে অংশ নেন। রিয়াদে যুবরাজের সঙ্গে পূর্বের এক বৈঠকে ট্রাম্প বলেন, আমার সত্যিই মনে হয় আমরা একে অপরকে খুব পছন্দ করি। পরে তিনি যুবরাজ মোহাম্মদকে অসাধারণ মানুষ এবং ‘আমার বন্ধু’ বলে আখ্যায়িত করেন।

No comments