আত্মজীবনীতে তথ্য: একজন সুপরিচিত প্রধানমন্ত্রী ধর্ষণ করেছেন ভার্জিনিয়া জিফ্রেকে

ভার্জিনিয়া জিফ্রে দাবি করেছেন, তাকে একজন সুপরিচিত প্রধানমন্ত্রী নৃশংসভাবে ধর্ষণ করেছিলেন। ‘নোবডিস গার্ল’ আত্মজীবনীতে তিনি এ দাবি করেছেন। উল্লেখ্য, কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টেইনের বিরুদ্ধে যৌণ অপরাধের অভিযোগ এনেছেন যে কয়েকজন নারী, তার প্রধান ভার্জিনিয়া জিফ্রে। ওদিকে জেফ্রি এপস্টেইন কানেকশনের কারণে বৃটেনে রাজপরিবার থেকে সব পদ পদবী ত্যাগ করেছেন বহুল আলোচিত প্রিন্স অ্যানড্রু। তাকে নিয়ে বৃটেনে এখন তোলপাড় চলছে।

ওদিকে আত্মজীবনীতে ভার্জিনিয়া জানিয়েছেন, এপস্টেইন ও তার চক্র তাকে ক্ষমতাবান ব্যক্তিদের কাছে পৌঁছে দিত। ভার্জিনিয়া জিফ্রে লিখেছেন, প্রধানমন্ত্রী ‘যতটা নৃশংসভাবে আমাকে ধর্ষণ করেছিলেন, কেউ আগে তার চেয়ে বেশি নৃশংসভাবে ধর্ষণ করেনি’। তিনি ভয় পেতেন যে, হয়তো তিনি ‘যৌনদাসী হয়ে মারা যেতে পারেন।’ তিনি বর্ণনা করেছেন, তাকে ঘাড়ে হাত দিয়ে চেপে ধরাও হয়েছে। মারধর করা হয়েছে। অবমাননা করা হয়েছে। ধর্ষক ওই প্রধানমন্ত্রী তার কষ্ট দেখে হাসতেন। মার্কিন সংস্করণে ওই ব্যক্তিকে ‘সুপরিচিত প্রধানমন্ত্রী’ হিসেবে উল্লেখ করা হয়েছে। অন্যদিকে আত্মজীবনীর বৃটিশ সংস্করণে তাকে কেবল ‘সাবেক মন্ত্রী’ হিসেবে উল্লেখ করা হয়েছে। বইটিতে প্রিন্স অ্যানড্রু সম্পর্কে অভিযোগগুলোকেও পুনর্ব্যক্ত করেছেন ভার্জিনিয়া জিফ্রে।

https://mzamin.com/uploads/news/main/185965_Abul-10.webp

No comments

Powered by Blogger.