গাজার যুদ্ধবিরতি নিয়ে মিশরে আন্তর্জাতিক সম্মেলন সোমবার

সোমবার মিশরে লোহিত সাগরের তীরে শারম আল শেখে গাজা যুদ্ধ অবসান নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের প্রস্তাব নিয়ে আন্তর্জাতিক সম্মেলন। এই সম্মেলন শুরু হওয়ার আগেই হামাসের হাতে থাকা প্রায় ২০ জিম্মিকে মুক্তি দেয়ার কথা। বিনিময়ে ২০০০ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেয়ার কথা ইসরাইলের। সোমবারের এই সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প এবং মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি যৌথভাবে সভাপতিত্ব করবেন। এ খবর দিয়েছে অনলাইন আল জাজিরা।

মিশরের প্রেসিডেন্টের কার্যালয় এক বিবৃতিতে জানায়, ২০টিরও বেশি দেশের নেতা এই বৈঠকে অংশ নেবেন। এ সম্মেলনের লক্ষ্য হলো, গাজা উপত্যকায় যুদ্ধের সমাপ্তি ঘটানো, মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা জোরদার করা এবং আঞ্চলিক নিরাপত্তা ও উন্নয়নের নতুন যুগের সূচনা করা। জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস, বৃটিশ প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি এবং স্পেনের পেদ্রো সানচেজ উপস্থিত থাকবেন বলে নিশ্চিত করেছেন। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রনও অংশগ্রহণ করবেন।

তবে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বা ফিলিস্তিনি সংগঠন হামাসের কোনো প্রতিনিধি যোগ দেবেন কি না, তা স্পষ্ট নয়। ওদিকে মার্কিন মধ্যস্থতায় সম্পাদিত চুক্তির প্রথম ধাপে ইসরাইলি বাহিনী গাজার কিছু অংশ থেকে আংশিক সরে গেছে। ২০২৩ সালের অক্টোবরে শুরু হওয়া যুদ্ধে ফিলিস্তিনের গাজায় কমপক্ষে ৬৭ হাজার মানুষ নিহত হয়েছেন। গোটা গাজা এখন দুর্ভিক্ষ ও ধ্বংসের মুখে। 

গাজা শান্তি সম্মেলনে ইরানকে আমন্ত্রণ জানিয়েছে যুক্তরাষ্ট্র
গাজা যুদ্ধের অবসান ঘটানোর লক্ষ্যে মিশরে সোমবারের উচ্চপর্যায়ের শান্তি সম্মেলনে ইরানকে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানিয়েছে যুক্তরাষ্ট্র। এমনটা জানিয়েছে অ্যাক্সিওস-এর এক প্রতিবেদন। সম্মেলনটি সোমবার মিসরের রেড সি উপকূলীয় শহর শার্ম আল-শেখে হবে। এর সহ-সভাপতিত্ব করবেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প এবং মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি।

মিসরের প্রেসিডেন্সি জানিয়েছে, সম্মেলনে বিশ্বের ২০টিরও বেশি দেশের নেতা উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে। গাজা যুদ্ধবিরতির পর আঞ্চলিক স্থিতিশীলতার একটি কাঠামো গড়ে তোলাই এই সম্মেলনের মূল লক্ষ্য।
mzamin

No comments

Powered by Blogger.