ক্ষুব্ধ রাহুল গান্ধীর প্রশ্ন ‘এটা কি ভারত নয়?’

বন্যা দুর্গত পাঞ্জাব সফরে কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে বাধা দিল পুলিশ। সঙ্গে সঙ্গে বিস্ময় নিয়ে রাহুলের প্রশ্ন- এটা কি ভারত নয়? ক্ষোভ নিয়ে তিনি বলেন, ওটা (নদীর ওপারের গ্রাম) যদি ভারত হয়, তাহলে সেখানে আমাকে রক্ষা করতে পারবেন না কেন? এটা কি ভারত নয়? এ খবর দিয়েছে অনলাইন এনডিটিভি। এর মধ্য দিয়ে বন্যাদুর্গতদের খোঁজ নিতে গিয়ে আবারও বিতর্কে জড়ালেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। এমনটাই বলছে ওই মিডিয়া।

সোমবার গুরদাসপুর জেলার রাভি নদীর ওপারে একটি সীমান্ত গ্রামের পথে তাকে আটকায় পাঞ্জাব পুলিশ। এদিন রাহুল গান্ধী অমৃতসর ও গুরদাসপুরের বন্যাপীড়িত গ্রাম পরিদর্শনে যান। তিনি অমৃতসরের ঘোনেওয়াল ও গুরচক গ্রামে যান। কিন্তু গুরদাসপুরের সীমান্তবর্তী তূর গ্রামে যেতে চাইলে পুলিশ তাকে আটকে দেয়। কংগ্রেস নেতাদের অভিযোগ- ‘সিকিউরিটি কারণ’ দেখিয়ে স্থানীয় প্রশাসন তাকে সেখানে যাওয়ার অনুমতি দেয়নি। ঘটনার একটি ভিডিও ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ায়।

সেখানে দেখা যায়, রাহুল গান্ধী পুলিশ কর্মকর্তাকে প্রশ্ন করছেন- আপনি বলছেন, ভারতীয় ভূখণ্ডে আমাকে নিরাপদ রাখতে পারবেন না। এটাই তো বলছেন? পুলিশ কর্মকর্তা উত্তর দেন- আমরা সবসময় আপনার নিরাপত্তার জন্য প্রস্তুত। রাহুল তৎক্ষণাৎ পাল্টা প্রশ্ন করেন- ওটা (নদীর ওপারের গ্রাম) যদি ভারত হয়, তাহলে সেখানে আমাকে রক্ষা করতে পারবেন না কেন? এটা কি ভারত নয়? তিনি আরও বলেন, আপনারা বলতে চাইছেন, বিরোধী দলনেতা সেখানে যেতে পারবেন না। কারণ পাঞ্জাব পুলিশ তাকে সুরক্ষা দিতে অক্ষম? প্রদেশ কংগ্রেস সভাপতি অমরিন্দর সিং রাজা ওয়ারিং প্রশ্ন করেন, যদি রাহুল গান্ধীর পাকিস্তান থেকে হুমকি থাকে আর আমরা ভারতে নিরাপদ না হই, তাহলে কোথায় নিরাপদ হবো? সাবেক মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং চন্নি অভিযোগ করেন, আমাদের লোকজন ওখানে থাকে। রাহুল গান্ধী শুধু তাদের খোঁজ নিতে চেয়েছেন। সেখানে তিন দিন ধরে আমরা মেডিকেল ক্যাম্প চালাচ্ছি। অথচ তাকে যেতে দেয়া হলো না। প্রবীণ কংগ্রেস নেতা প্রতাপ সিং বাজওয়া একে ‘লজ্জাজনক ও অসংবেদনশীল’ বলে অভিহিত করে দাবি করেন- এটা নিরাপত্তাজনিত নয়, বরং রাজনৈতিক সিদ্ধান্ত।

কংগ্রেসের মতে, শাসক আম আদমি পার্টি (এএপি) সরকার এবং বিজেপি- দু’দলই সীমান্তবর্তী দুর্গত গ্রামে যায়নি। বাজওয়ার ভাষায়, ওরা আমাদের মানুষ, ভারতীয় নাগরিক। শুধু সীমান্তে বাস করার কারণে তারা কম গুরুত্বপূর্ণ নয়।

mzamin

No comments

Powered by Blogger.