হামাস আমাদের সঙ্গে একমত না হলে গাজা শহর ধ্বংস করা হবে: ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী
বৃহস্পতিবার রাতে ইসরাইলে অবস্থিত গাজা ডিভিশনের হেডকোয়ার্টার পরিদর্শনের সময় নেতানিয়াহু বলেন, বাকি জিম্মিদের মুক্তি নিশ্চিতে জরুরি ভিত্তিতে আলোচনা শুরুর নির্দেশ দিয়েছেন তিনি। বলেছেন, আমি গাজা শহর দখলের আইডিএফের পরিকল্পনা অনুমোদন দিতে এখানে এসেছি। বলেন, দুটি বিষয় গুরুত্বপূর্ণ। এক, হামাসকে পরাজিত করা এবং বাকি জিম্মিদের মুক্ত করা। তবে পরবর্তী পর্যায়ে কী নিয়ে আলোচনা করা হবে এ নিয়ে তিনি কিছু বলেননি। নেতানিয়াহুর বার্তাকে আরও জোর দিয়ে প্রতিরক্ষামন্ত্রী কাৎজ বলেছেন, হামাস যদি যুদ্ধ বন্ধ ও জিম্মি মুক্তির বিষয়ে ইসরাইলের প্রস্তাবে সাড়া না দেয় তাহলে দ্রুতই তাদের জন্য নরকের দরজা খোলা হবে। গাজার চিকিৎসা বিষয়ক কর্মকর্তা ও আন্তর্জাতিক সংস্থাগুলোকে গাজা শহরের সব মানুষকে দক্ষিণে সরিয়ে ফেলার জন্য সতর্কতা জারি করেছে আইডিএফ। তারা যদি সম্মত না হয় গাজার অবস্থাও রাফাহ ও বেইত হানুনের মতো হবে। ইসরাইলের সামরিক অভিযানের পর দুটি শহরই ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।
হামাস পরিচালিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এটি স্বাস্থ্য ব্যবস্থার অবশিষ্টাংশকে ক্ষতিগ্রস্ত করবে এমন যেকোনো প্রস্তাব প্রত্যাখান করেছে।

No comments