প্রশান্ত মহাসাগরে চার মহাকাশচারীর সফল অবতরণ
এতে বলা হয়, ফিরে আসা মহাকাশচারীরা হলেন- নাসার অ্যানে ম্যাকক্লেইন ও নিকোল আয়ার্স, জাপানের তাকুয়া ওনিশি এবং রাশিয়ার কিরিল পেস্কভ। তারা মার্চে বোয়িংয়ের স্টারলাইনারের আটকে পড়া পরীক্ষামূলক মিশনের পরিবর্তে মহাকাশে পাঠানো হয়।
স্টারলাইনারের সফটওয়্যার ও হার্ডওয়্যারের বিভিন্ন ত্রুটির কারণে মহাকাশে আটকে পড়েন নাসার মহাকাশচারী বুচ উইলমোর ও সুনি উইলিয়ামস। এক সপ্তাহের পরিকল্পিত যাত্রা গড়িয়ে যায় নয় মাসে। পরে নিরাপত্তার কারণে নাসা সিদ্ধান্ত নেয়, ক্যাপসুলটি খালি অবস্থায় ফেরানো হবে এবং উক্ত দুই মহাকাশচারীকে স্পেসএক্সের মাধ্যমে ফিরিয়ে আনা হবে।
বিদায়ের আগে আইএসএস থেকে অ্যানে ম্যাকক্লেইন বলেন, পৃথিবীতে এখন ঝড়ো মুহূর্ত চলছে, মানুষ সংগ্রাম করছে। আমরা চাই এই মিশন হোক একতা ও সহযোগিতার উদাহরণ। তিনি জানান, ফিরে গিয়ে তিনি হিউস্টনে কয়েকদিন বিশ্রামে কাটাতে চান। অপর সদস্যদের আকাক্সক্ষা ছিল গরম শাওয়ার আর এক থালা রসালো বার্গার।
এটি ছিল স্পেসএক্সের মানুষসহ তৃতীয় প্রশান্ত মহাসাগরীয় অবতরণ। যা নাসার মহাকাশচারীদের জন্য গত ৫০ বছরের মধ্যে প্রথম। ১৯৭৫ সালের অ্যাপোলো-সয়ুজ মিশনের পর এই প্রথমবার কোনো নাসা দল প্রশান্ত মহাসাগরে ফিরল। স্পেসএক্স এই বছর ক্যাপসুল অবতরণের স্থান ফ্লোরিডা থেকে ক্যালিফোর্নিয়ায় স্থানান্তর করে, যাতে জনবসতিপূর্ণ এলাকায় ধ্বংসাবশেষের ঝুঁকি হ্রাস পায়।

No comments