ঈদের দ্বিতীয় দিন গাজায় ইসরাইলের হামলায় নিহত ৭৫

ফিলিস্তিনের গাজা উপত্যকাতে ঈদুল আজহা ছিল ৬ জুন। দখলদার ইসরাইল হামলা চালিয়েছে সেদিনও। পরের দিন ৭ জুন ইসরাইলি বিমান বাহিনীর গোলাবর্ষণে উপত্যকাজুড়ে নিহত হয়েছেন অন্তত ৭৫ জন। এতে আহত হয়েছেন আরও প্রায় শতাধিক। রোববার গাজার সিভিল ডিফেন্স বিভাগসূত্রে জানা গেছে এ তথ্য।

নিহতদের মধ্যে ১৬ জন একই পরিবারের সদস্য। এর মধ্যে ৬ জন শিশুও রয়েছে। এই পরিবারটি বসবাস করত গাজার প্রধান ও মধ্যাঞ্চলীয় শহর গাজা সিটির সাবরা এলাকায়। আল জাজিরার প্রতিবেদনে আরও বলা হয়, ফিলিস্তিনের সিভিল ডিফেন্স বিভাগের মুখপাত্র মাহমুদ বাসেল বলেন, বিমান অভিযানের আগে কোনো সতর্ক সংকেত বা সাইরেন দেয়নি ইসরাইলের বিমান বাহিনী। তিনি আরও জানান, শনিবারের হামলায় অন্তত ৮৫ জন ধ্বংস্তূপের তলায় আটকা পড়েছেন। তাদের উদ্ধার করা এখনও সম্ভব হয়নি।

 mzamin

No comments

Powered by Blogger.