রাশিয়ার বিরুদ্ধে নতুন অবরোধ দেবে যুক্তরাষ্ট্র!

রাশিয়ার বিরুদ্ধে নতুন করে অর্থনৈতিক নিষেধাজ্ঞা দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। বিষয়টি চূড়ান্ত করা হয়েছে। নিষেধাজ্ঞার তালিকায় আছে ব্যাংক ও জ্বালানি খাত। ইউক্রেন যুদ্ধ বন্ধে মস্কোর ওপর চাপ বৃদ্ধির জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প এই কৌশল নিয়েছেন বলে অনেকে মনে করছেন। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এ বিষয়ে জানেন এমন তিনজন মার্কিন কর্মকর্তা এ তথ্য জানিযেছেন। একটি মিডিয়ার খবরে বলা হয়, ট্রাম্প প্রশাসনের একজন কর্মকর্তা বলেছেন- এ নিষেধাজ্ঞার লক্ষ্যবস্তু হবে রাশিয়ার রাষ্ট্রায়ত্ত জ্বালানি সংস্থা গ্যাজপ্রমসহ প্রাকৃতিক সম্পদ ও ব্যাংকিং খাতের সঙ্গে যুক্ত বড় প্রতিষ্ঠানগুলো। তবে এর বেশি কিছু জানাননি তিনি। প্রস্তাবিত আকারে থাকা এই নিষেধাজ্ঞায় ট্রাম্প অনুমোদন দেবেন কিনা তা নিশ্চিত নয়। কারণ মস্কো যেসব বক্তব্য দিয়েছে এবং কর্মকাণ্ড চালিয়েছে তাতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যুদ্ধবিরতিতে রাজি হবেন এবং শান্তি আলোচনায় গুরুত্ব দিচ্ছেন তা মনে হয় না। ফলে বিষয়টি একরকম হতাশায় রূপ নিয়েছে। একটি সূত্র বলেছেন, যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা কাউন্সিল রাশিয়ার বিরুদ্ধে আরও শাস্তিমূলক পদক্ষেপ নেয়ার চেষ্টা করছে। এটি ট্রাম্পকেই অনুমোদন দিতে হবে। দ্বিতীয় একজন মার্কিন কর্মকর্তা বলেন, এটি পুরোপুরি তার (ট্রাম্প) সিদ্ধান্ত। ওই কাউন্সিলের মুখপাত্র জেমস হিউইট বলেন, প্রেসিডেন্ট শুরু থেকেই (রাশিয়া ও ইউক্রেনের মধ্যে) পূর্ণাঙ্গ ও ব্যাপক যুদ্ধবিরতি প্রতিষ্ঠার প্রতিশ্রুতি স্পষ্ট করে আসছেন। চলমান মধ্যস্থতার বিষয়ে আমরা বিস্তারিত মন্তব্য করি না। মার্কিন অর্থবিভাগ সাধারণত এসব নিষেধাজ্ঞা বাস্তবায়ন করে থাকে।

এখন ট্রাম্প যদি এই নতুন নিষেধাজ্ঞায় অনুমোদন দেন, বিশেষ করে বুধবার স্বাক্ষরিত যুক্তরাষ্ট্র-ইউক্রেন খনিজ সম্পদ চুক্তি সইয়ের পর, তবে তা ক্রেমলিনের প্রতি তার কঠোর অবস্থানকে নির্দেশ করতে পারে। ইউক্রেনের সঙ্গে শান্তি প্রচেষ্টার অংশ হিসেবে ওই খনিজ চুক্তি করা হয়েছে বলে ব্যাপকভাবে প্রচার করেছেন তিনি। ইউক্রেনে ২০২২ সালে রাশিয়া পুরোদমে সামরিক অভিযান শুরু করার পর যুক্তরাষ্ট্র ও মিত্ররা মস্কোর বিরুদ্ধে কয়েক দফায় নিষেধাজ্ঞা আরোপ করেছে। এসব পদক্ষেপ রাশিয়ার অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করলেও মস্কো বিভিন্ন উপায়ে নিষেধাজ্ঞাকে পাশ কাটিয়ে যুদ্ধে অর্থায়ন করে যাচ্ছে।

যুক্তরাষ্ট্রের সাবেক ন্যাটো দূত কার্ট ভলকার বলেন, পুতিনকে শান্তি প্রতিষ্ঠা ও যুদ্ধবিরতির প্রতিটি সুযোগ দেওয়ার জোর চেষ্টা চালিয়েছেন ট্রাম্প। কিন্তু পুতিন তা প্রত্যাখ্যান করে চলেছেন। এখন এটি (নতুন নিষেধাজ্ঞা) রাশিয়ার ওপর চাপ তৈরির নতুন ধাপ।
ট্রাম্পের প্রথম দফা প্রেসিডেন্ট মেয়াদে ইউক্রেন-বিষয়ক বিশেষ দূতের ভূমিকা পালনকারী কার্ট ভলকার অভিযোগ করে বলেন, পুতিন উত্তেজনা বাড়াচ্ছেন। এখন যুক্তরাষ্ট্র ও ইউক্রেন যৌথভাবে অবিলম্বে পূর্ণ যুদ্ধবিরতির আহ্বান জানাচ্ছে। আর পুতিন এখন একা হয়ে যাচ্ছেন। গত জানুয়ারিতে ট্রাম্প দ্বিতীয় দফায় ক্ষমতা গ্রহণ করার পর নিজের শান্তি প্রচেষ্টায় রাশিয়াকে আরও বেশি রাজি করতে ট্রাম্প কিছু পদক্ষেপ নিয়েছেন। যেমন নিষেধাজ্ঞা কার্যকর করতে ও ক্রেমলিনের সঙ্গে ঘনিষ্ঠ প্রভাবশালী গোষ্ঠীকে নিশানা বানাতে গঠিত বিচার বিভাগের একটি টাস্কফোর্স বাতিল করেছেন তিনি। এ ছাড়া ট্রাম্প ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে যুদ্ধ শুরু করার দায় দিয়ে মস্কোপন্থি বিবৃতি এবং তাকে ‘স্বৈরশাসক’ বলে আখ্যা দিয়েছেন। ইতিমধ্যে ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ এমন এক শান্তি কৌশলের পক্ষে অবস্থান নিয়েছেন, যেখানে ইউক্রেনের চারটি অঞ্চল মস্কোর কাছে ছেড়ে দেয়ার কথা বলা হয়েছে। তিনি পুতিনের সঙ্গে চারবার সাক্ষাৎও করেছেন। সর্বশেষ সাক্ষাৎ ছিল গত সপ্তাহে।

mzamin

No comments

Powered by Blogger.