ভুলে যাবেন না আমরা আপনাকে ক্ষমতায় বসিয়েছি
হাসনাত আবদুল্লাহ বলেন, আমাদের দ্বিতীয় স্বাধীনতার আট মাস পার হলেও আজ যেসব দাবিতে আমরা সমবেত হয়েছি, তা কোনো গর্বের বিষয় নয়; বরং এটি জাতির জন্য লজ্জাজনক। ৫ই আগস্টেই জনগণ সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে এই আওয়ামী লীগের আর কোনো পুনর্বাসন হবে না। যারা আলেম-উলামাদের বায়তুল মোকাররম থেকে টেনে এনে রাস্তায় হত্যা করেছে, তাদের রাজনীতিতে আর ঠাঁই নেই।
তিনি অভিযোগ করে বলেন, আজ আট মাস পরও কিছু রাজনৈতিক দল ও রাজনীতিক আওয়ামী লীগকে একটি রাজনৈতিক দল হিসেবে স্বীকৃতি দিতে চাইছে। কিন্তু আমাদের কাছে এই সংগঠন সন্ত্রাসী, গণতন্ত্র হত্যাকারী এবং লুটপাটকারী একটি চক্র। তাদের নিষিদ্ধ না করে দেশে সংস্কার সম্ভব নয়।
বক্তব্যে তিনি একাত্তর-পরবর্তী সময়ের শাসনামল ও ৭৪ সালের দুর্ভিক্ষের প্রসঙ্গ টেনে বলেন, শেখ মুজিব বাকশাল কায়েম করে গণতন্ত্রকে হত্যা করেছিলেন। তার শাসনামলে ৩০ হাজার জাসদ কর্মী হত্যা ও লুটপাটের কারণে ৭৪ সালের দুর্ভিক্ষে ১৫ লাখ মানুষ মৃত্যুবরণ করে। এসব ইতিহাস ভুলে গেলে চলবে না।
শাপলা চত্বরে গণহত্যা প্রসঙ্গে তিনি বলেন, শাপলা চত্বরে যারা শহীদ হয়েছেন, তাদের তালিকা প্রকাশ করুন। আমরা এই তরুণ প্রজন্ম হাসিনার বিচার ও ফাঁসি নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবো। নারী ও শিশু নির্যাতন দমন কমিশনের প্রতিবেদনের বিষয়ে তিনি বলেন, নারী সংস্কার কমিশনের বিতর্কিত অংশ বাদ দিয়ে প্রয়োজনীয় সংস্কার আনতে হবে, যাতে দেশের ধর্মীয় সংস্কৃতি ও মূল্যবোধ অক্ষুণ্ন থাকে। মহাসমাবেশে সভাপতিত্ব করেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী। এতে দেশের শীর্ষ আলেম ও ইসলামী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

No comments