ফিলিস্তিনি বংশোদ্ভুত ৬ বছরের শিশুকে হত্যা, মার্কিন নাগরিকের ৫৩ বছরের কারাদণ্ড

ফিলিস্তিনি বংশোদ্ভুত মার্কিন শিশুকে হত্যার দায়ে যুক্তরাষ্ট্রের এক ব্যক্তির ৫৩ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। শুক্রবার ৭৩ বছর বয়সী জোসেফ কুবাকে ওই সাজা দেন বিচারক অ্যামি বার্টানি-টমজাক। এ খবর দিয়েছে অনলাইন আল জাজিরা। ২০২৩ সালের ১৪ অক্টোবর কুবা তার দুই ভাড়াটিয়া হানান শাহীন ও তার ছোট ছেলে ওয়াদি আলফাইয়ুুমির (৬) ওপর হামলা করেন। গাজায় ইসরাইলের যুদ্ধ শুরুর কয়েকদিন পরই ওই হামলা করেন তিনি।

মূলত মুসলিম বিদ্বেষী মনোভাব থেকেই ওই হত্যাকাণ্ড ঘটান কুবা। উল্লেখ্য, দুই বছর আগে প্লেইনভিলে কুবার বাড়িতে দুটি শোবার কক্ষ ভাড়া নেয় ওই পরিবারটি। তবে ২০২৩ সালের ৭ অক্টোবর গাজায় যুদ্ধ শুরুর পর থেকে কুবা পরিবারটিকে তার বাড়ি থেকে অনত্র চলে যেতে বলেন। পুলিশ জানায়, হামলার দিন কুবা রাগান্বিত হয়ে তাদের দরজায় হাজির হন। এরপর জোর করে ভেতরে প্রবেশ করেন এবং শাহীনকে চেপে ধরে একটি ছুরি বের করেন। এরপর তাকে বেশ কয়েকবার ছুরিকাঘাত করেন কুবা। তার হাত থেকে কোনো রকমে ছাড়া পেয়ে বাথরুমে লুকিয়ে পড়েন শাহীন। সেখান থেকে জরুরি সাহায্যের জন্য ৯১১ নম্বরে কল করেন। এরই মধ্যে শাহীনের ছেলে আলফাইয়ুমির ওপর হামলা চালান কুবা। তাকে ২৬ বার ছুরিকাঘাত করা হয়। এতেই প্রাণ হারায় ৬ বছরের ওই শিশু।

শাহীন বলেন, হামলার সময় কুবা বলতে থাকেন, তোমরা মুসলিম আর তোমাদের মারা যাওয়াই উচিত। পুলিশ জানায়, হামলার পর কুবা তার বাড়ির বাইরে বসে ছিলেন। তার হাত ও শরীর ছিলো রক্তাক্ত। এদিকে নিজেকে নির্দোষ দাবি করেছেন কুবা। তার আইনজীবীরা রায় বাতিলের দাবি করেন। তবে তা প্রত্যাখান করে কুবাকে ৫৩ বছরের সাজা দেন বিচারক।

mzamin

No comments

Powered by Blogger.