তাজমহলের সুরক্ষায় বসছে অ্যান্টি ড্রোন সিস্টেম
ভারত-পাক সংঘাতের আবহে এবার তাজমহলের নিরাপত্তা বাড়ানো হচ্ছে। ভারত সরকারের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, সম্ভাব্য আকাশ হুমকি মোকাবেলায় একটি অ্যান্টি-ড্রোন সিস্টেম স্থাপনের মাধ্যমে ঐতিহাসিক তাজমহলের নিরাপত্তা আঁটোসাঁটো করা হচ্ছে। তিনি বলেন, বর্তমানে কেন্দ্রীয় শিল্প নিরাপত্তা বাহিনী (CISF) এবং উত্তরপ্রদেশ পুলিশ দ্বারা সুরক্ষিত এই স্মৃতিসৌধটিতে শীঘ্রই উন্নত ড্রোন নিরপেক্ষকরণ প্রযুক্তির মাধ্যমে সুরক্ষার একটি অতিরিক্ত স্তর সংযুক্ত করা হবে। পেহেলগাম হত্যাকাণ্ডের প্রতিশোধ হিসেবে ৭ মে পাকিস্তান এবং পাক-অধিকৃত কাশ্মীরে নয়টি ‘সন্ত্রাসী ঘাঁটিতে’ ভারত অপারেশন সিঁদুরের অধীনে সুনির্দিষ্ট হামলা চালানোর কয়েকদিন পর এই পদক্ষেপ নেওয়া হল। পাল্টা হিসেবে পাকিস্তান থেকে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালানো হয়েছিল। ভারতীয় সশস্ত্র বাহিনী কর্তৃক এই ধরণের সমস্ত বিমান হুমকি প্রতিহত করা হয়েছিল, সেইসঙ্গে সংবেদনশীল স্থানে ড্রোন-বিরোধী ব্যবস্থার ক্রমবর্ধমান প্রয়োজনীয়তা তুলে ধরেছিল। সহকারী পুলিশ কমিশনার (তাজ নিরাপত্তা) সৈয়দ আরিব আহমেদ বলেন, তাজমহলের প্রায় ৮ কিলোমিটার এলাকা জুড়ে কার্যকর থাকবে এই সিস্টেম। ২০০ মিটার দূর থেকেই ড্রোনকে নিষ্ক্রিয় করে দেবে নতুন সিস্টেম । আহমেদ আরও বলেন, পুলিশ কর্মীদের এই ব্যবস্থা পরিচালনার জন্য প্রশিক্ষণ দেওয়া হচ্ছে এবং একটি টিম গঠন করা হচ্ছে। এই টিম ড্রোনটির উৎপত্তিস্থল চিহ্নিত করবে এবং যেখানে এটি নামানো হয়েছে সেই এলাকাটি সুরক্ষিত করবে। তিনি বলেন, আগামী কয়েক দিনের মধ্যে সিস্টেমটি স্থাপনের কাজ সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে। ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের তালিকায় তাজমহল ভারতের উল্লেখযোগ্য একটি স্মৃতিসৌধ এবং জাতীয় গর্বের প্রতীক। যার ফলে এর নিরাপত্তা সর্বোচ্চ অগ্রাধিকারের বিষয় বলে মনে করছে মোদি সরকার।
সূত্র : এনডিটিভি

No comments