ট্রাম্পের শুল্ক যুদ্ধ মোকাবিলায় ইইউ’কে পাশে চান শি জিনপিং
এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এতে বলা হয়, গত সপ্তাহে ট্রাম্পের শুল্ক আরোপের পর এ বিষয়ে প্রথমবারের মতো প্রকাশ্যে মন্তব্য করলেন চীনের প্রেসিডেন্ট। যেকোনো বাণিজ্যযুদ্ধ কাউকে বিজয়ী করতে পারে না বলে মন্তব্য করেছেন শি জিনপিং। বলেছেন, বাণিজ্যযুদ্ধে কেউই জয়ী হতে পারে না। বিশ্ব অর্থনীতিকে স্থিতিশীল করতে ইইউ’র গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বলেও মন্তব্য করেছেন বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দেশটির ওই নেতা। এদিকে পরিস্থিতি স্বাভাবিক করতে চীন ও যুক্তরাষ্ট্রকে আলোচনার আহ্বান জানিয়েছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। বলেছেন, পরিস্থিতি স্বাভাবিক করতে বেইজিং ও ওয়াশিংটনের আলোচনা করা দরকার। পাশাপাশি ইইউ’র সঙ্গে চীনের আরও ভারসাম্যপূর্ণ সম্পর্কের আহ্বান জানিয়েছেন তিনি। বিশেষ করে ইউরোপের যেসব দেশের সঙ্গে চীনের সরাসরি বাণিজ্য রয়েছে তাদের বিষয়টির ওপর জোর দেয়ার ইঙ্গিত দিয়েছেন সানচেজ। তবে বিশ্ববাণিজ্য স্থিতিশীল করতে ইইউভুক্ত দেশগুলোর বিশেষ ভূমিকা পালন করার আহ্বান জানিয়েছেন শি জিনপিং। তিনি বলেছেন, চীন ও ইইউ’র উচিত আন্তর্জাতিক দায়িত্বপালন করা। বিশ্বায়নের ধারা বজায় রেখে বিশ্ববাণিজ্যের পরিবেশ রক্ষা এবং মার্কিন শুল্ক হুমকির যৌথ বিরোধিতা করারও আহ্বান জানিয়েছেন শি জিনপিং। স্পেনের প্রধানমন্ত্রীর সঙ্গে তার আলোচনায় ট্রাম্পের শুল্ক আরোপের বিরুদ্ধে লড়াই করার বিষয়ে কথা হয়েছে। সেখানে শি বলেছেন, শুল্ক যুদ্ধে কেউই জয়ী হতে পারে না। ট্রাম্প বা যুক্তরাষ্ট্রের নাম উল্লেখ না করে স্পেনের প্রধানমন্ত্রী বলেছেন, বাণিজ্য যুদ্ধ ভালো না, এ বিষয়ে চীন ও যুক্তরাষ্ট্রের আলোচনা প্রয়োজন। ট্রাম্পের শুল্ক নীতির বৈশ্বিক প্রভাবের মধ্যে বেইজিং সফর করেছেন স্পেনের প্রধানমন্ত্রী। উভয় পক্ষের অর্থনৈতিক ও রাজনৈতিক সম্পর্ক জোরালো করতে সানচেজের এই সফর ইইউ এবং চীনের মধ্যস্থতাকারী হিসেবে দেখা হচ্ছে। ইউরোপের বাজারে চীনা বিনিয়োগকারী আকর্ষণে জোর দিয়েছেন সানচেজ।

No comments