পেহেলগাম হামলার 'দ্রুত ও স্বচ্ছ তদন্তের' আহ্বান চীনের

ভারতের সঙ্গে ইসলামাবাদের ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে পেহেলগাম সন্ত্রাসী হামলার ‘দ্রুত ও স্বচ্ছ তদন্তের’ আহ্বান জানিয়েছে চীন।  সার্বভৌমত্ব ও নিরাপত্তা স্বার্থ রক্ষায় তার মিত্র পাকিস্তানের প্রতি সমর্থন প্রকাশ করেছে বেইজিং। রাষ্ট্র পরিচালিত সিনহুয়া সংবাদ সংস্থা জানিয়েছে, রোববার (২৭ এপ্রিল, ২০২৫) চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন।

প্রতিবেদনে বলা হয়েছে, দার কাশ্মীর অঞ্চলে সন্ত্রাসী হামলার পর পাকিস্তান ও ভারতের মধ্যে সাম্প্রতিক উত্তেজনা সম্পর্কে ওয়াংকে (যিনি চীনের কমিউনিস্ট পার্টি (সিপিসি) কেন্দ্রীয় কমিটির রাজনৈতিক ব্যুরোর সদস্যও) অবহিত করেন। তার পক্ষ থেকে ওয়াং বলেন যে, চীন ঘটনাবলী নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। তিনি জোর দিয়ে বলেছেন যে, সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করা সমগ্র বিশ্বের একটি যৌথ দায়িত্ব। পাকিস্তানের দৃঢ় সন্ত্রাসবাদবিরোধী প্রচেষ্টার প্রতি বেইজিংয়ের ধারাবাহিক সমর্থন পুনর্ব্যক্ত করেছেন তিনি। প্রতিবেদনে ওয়াংকে উদ্ধৃত করে বলা হয়েছে, একজন দৃঢ় বন্ধু এবং সর্বকালের কৌশলগত সহযোগিতামূলক অংশীদার হিসেবে চীন পাকিস্তানের নিরাপত্তাজনিত উদ্বেগগুলো সম্পূর্ণরূপে বোঝে এবং পাকিস্তানের সার্বভৌমত্ব ও নিরাপত্তা স্বার্থ রক্ষাকে সমর্থন করে।'

চীনের পররাষ্ট্রমন্ত্রীর কথায়, ‘বেইজিং দ্রুত ও সুষ্ঠু তদন্তের পক্ষে এবং বিশ্বাস করে যে সংঘাত ভারত বা পাকিস্তান কারোরই মৌলিক স্বার্থ পূরণ করে না। এমনকি এটি আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার জন্যও উপকারী নয়।’

তিনি আরও বলেন, চীন আশা করে যে উভয়পক্ষই সংযত থাকবে এবং উত্তেজনা কমাতে একসাথে কাজ করবে।

সিনহুয়ার প্রতিবেদন অনুসারে, দার জোর দিয়ে বলেছেন যে, পাকিস্তান ধারাবাহিকভাবে এবং দৃঢ়ভাবে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করছে। চীন এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে পাকিস্তান যোগাযোগ বজায় রেখে চলবে। ২৩শে এপ্রিল, চীন জম্মু ও কাশ্মীরের পেহেলগামে নৃশংস সন্ত্রাসী হামলার ‘তীব্র নিন্দা’ জানিয়েছে, যেখানে ২৬ জন নিহত হয়েছিল। যাদের বেশিরভাগই পর্যটক ছিলেন।

চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুও ​​জিয়াকুন এক সংবাদ সম্মেলনে বলেন, আমরা এই হামলার তীব্র নিন্দা জানাই। চীন দৃঢ়ভাবে সকল ধরনের সন্ত্রাসবাদের বিরোধিতা করে। আমরা শোকাহত পরিবার এবং আহতদের প্রতি আন্তরিক সহানুভূতি প্রকাশ করছি।

পৃথকভাবে, ভারতে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত জু ফেইহংও এই হামলার নিন্দা জানিয়েছেন।

সূত্র : দ্য হিন্দু

mzamin

No comments

Powered by Blogger.