মিয়ানমারে ভূমিকম্প: বদলেছে নদীর গতিপথ, মহাশূন্য থেকে ধ্বংসস্তূপের ছবি তুললো ইসরো
মিয়ানমারের বৃহত্তম শহর মান্দালয়সহ এই দেশের একের পর এক গুরুত্বপূর্ণ স্থান এমনকী ইরাবতী সেতু ধ্বংসের ছবিও তুলে ধরা হয়েছে। শুধু তাই নয়, ইসরোর ছবিতে দেখানো হয়েছে এই ভূমিকম্পের জেরে গতিপথ বদলে গেছে ইরাবতী নদীর। ইসরোর স্যাটেলাইট ইমেজে স্পষ্ট ভাবে ধরা পড়েছে মান্দালয় বিশ্ববিদ্যালয়, আনন্দ প্যাগোডা কীভাবে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। কার্যত গুড়িয়ে গেসে স্কাই ভিলা, ফায়ানি প্যাগোডা, মহামুনি প্যাগোডাসহ আরও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ জায়গা।
ইন ওয়া শহরের কাছে ইরাবতী নদীর ওপর ঐতিহাসিক আভা (ইন ওয়া) সেতু ভেঙে পড়েছে। নদীর প্লাবনভূমিতে ফাটল ধরা পড়েছে। ২০১৯ সালে উৎক্ষেপণ করা কার্টোস্যাট-৩ একটি তৃতীয় প্রজন্মের অ্যাজিল অ্যাডভান্সড আর্থ ইমেজিং স্যাটেলাইট। ইসরো খুব কমই এই অত্যন্ত উন্নত উপগ্রহ থেকে ছবি প্রকাশ করে। ইসরোর একটি বিভাগ, ন্যাশনাল রিমোট সেন্সিং সেন্টার (এনআরএসসি) জানিয়েছে, কার্টোস্যাট-৩ থেকে দুর্যোগ-পরবর্তী ছবি শনিবার মিয়ানমারের মান্দালয় এবং সাগাইং শহরগুলোর ওপর থেকে সংগ্রহ করা হয়েছে। ক্ষয়ক্ষতি নিরূপণের জন্য এনআরএসসি ভূমিকম্পের আগে সংগৃহীত ১৮ মার্চের কার্টোস্যাট-৩ তথ্য বিশ্লেষণ করেছে। তুলনামূলকভাবে মান্দালয় শহরে অবকাঠামোগত উল্লেখযোগ্য ক্ষতির বিষয়টি প্রকাশ পেয়েছে।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া

No comments