ইরানের বিরুদ্ধে কী বি-২ যুদ্ধবিমান ব্যবহার করবে যুক্তরাষ্ট্র!
এই বোমা মোতায়েনের মাধ্যমে ইরানকে সতর্কবার্তা দেয়া হচ্ছে কিনা প্রশ্ন করা হলে হেগসেথ বলেন, এটি একটি দুর্দান্ত সম্পদ। এর মাধ্যমে সকলের কাছেই একটি বার্তা যায়। পানামা সফরকালে সাংবাদিকদের এমন তথ্য দেন তিনি। আরও বলেন, প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প শুরু থেকেই পরিষ্কার বার্তা দিয়েছেন। তিনি বলেছেন, ইরান কোনো পারমানবিক বোমার অধিকারী হতে পারবে না। হেগসেথ বলেন, আমরা আশাবাদী ট্রাম্প শান্তিপূর্ণ উপায়ে বিষয়টি নজরদারি করবেন। সোমবার ট্রাম্প এক আকস্মিক ঘোষণা দেন। তিনি বলেন, শনিবার পারমানবিক কর্মসূচী বিষয়ে সরাসরি আলোচনায় বসবে যুক্তরাষ্ট্র ও ইরান। ট্রাম্প সতর্ক করে বলেন, আলোচনা ব্যর্থ হলে ইরান কঠিন বিপদের সম্মুখীন হবে। তবে সাম্প্রতিক সপ্তাহগুলোতে ট্রাম্পের দাবির বিরোধিতা করেছে ইরান। দেশটির তরফ থেকে বলা হয়, পারমানবিক কর্মসূচী বিষয়ে ওমানে দুই দেশের মধ্যে পরোক্ষ আলোচনা হবে। বুধবার ইরানকে হুমকির বিষয়টি পুনরাবৃত্তি করেন ট্রাম্প। তিনি বলেন, আমি বেশি কিছু চাই না। তবে ইরান পারমানবিক অস্ত্রধারী দেশ হতে পারবে না। তবে ঠিক কবে সামরিক পদক্ষেপ নেয়া হবে সে বিষয়ে বিস্তারিত তথ্য দিতে অস্বীকৃতি জানান তিনি।

No comments