চাপে নতি স্বীকার , উইঘুরদের চীনে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু করলো থাইল্যান্ড

মানবাধিকার গোষ্ঠীগুলির সতর্কবার্তা সত্ত্বেও ৪০ জন উইঘুরকে  চীনে নির্বাসিত করা হয়েছে বলে নিশ্চিত করেছে থাই কর্তৃপক্ষ। তাদের উপর সম্ভাব্য নির্যাতন এমনকি মৃত্যুরও আশঙ্কা রয়েছে।ব্যাংককের একটি আটক কেন্দ্রে ১০ বছর আটক থাকার পর বৃহস্পতিবার এই দলটিকে চীনের জিনজিয়াং অঞ্চলে ফেরত পাঠানো  হয়েছে বলে ধারণা করা হচ্ছে।চীনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ এবং  জিনজিয়াংয়ের উত্তর-পশ্চিমাঞ্চলে উইঘুর জনগোষ্ঠী এবং অন্যান্য মুসলিম জাতিগত গোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যা চালানোর অভিযোগ রয়েছে। যদিও বেইজিং সমস্ত অভিযোগ অস্বীকার করে এসেছে। বিবিসিতে প্রকাশিত খবর জানাচ্ছে, ২০১৫ সালের পর এ বারই তাইল্যান্ড প্রথম উইঘুর অভিবাসীদের চিনে ফেরত পাঠাল।মার্কিন যুক্তরাষ্ট্র এবং জাতিসংঘের গুরুতর উদ্বেগ উত্থাপনের পর, গোটা নির্বাসন প্রক্রিয়াকে গোপনীয়তার মধ্যে সম্পন্ন করা হয়েছে।থাই মিডিয়া জানিয়েছে যে বৃহস্পতিবার ভোরে ব্যাংককের প্রধান অভিবাসন আটক কেন্দ্র থেকে বেশ কয়েকটি ট্রাক বেরিয়ে গেছে,   যেগুলোর জানালা কালো প্লাস্টিক দিয়ে বন্ধ করা ছিল ।কয়েক ঘন্টা পরে, ট্র্যাকার Flightrader24 ব্যাংকক থেকে ছেড়ে আসা চায়না সাউদার্ন এয়ারলাইন্সের একটি অনির্ধারিত ফ্লাইট দেখায়, যা  জিনজিয়াংয়ে পৌঁছায়। কতজনকে বহিষ্কার করা হয়েছে তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট ছিল না।থাই সরকার পরে বলেছে যে তারা ৪০ জন উইঘুরকে চীনে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে কারণ তাদের এক দশকেরও বেশি সময় ধরে আটকে রাখা ঠিক হচ্ছে না। তবে অন্য কোনও তৃতীয় দেশ তাদের গ্রহণের প্রস্তাব দেয়নি। এর মধ্যে রয়েছে তুরস্ক, যারা  অতীতে উইঘুরদের আশ্রয় দিয়েছে।আটজন উইঘুর থাইল্যান্ডে রয়ে গেছেন, যাদের মধ্যে পাঁচজন আটক থাকাকালীন অপরাধের জন্য জেল খাটছেন। সরকার আরও জানিয়েছে যে প্রধানমন্ত্রী পায়েটোংটার্ন সিনাওয়াত্রাকে তার সাম্প্রতিক চীন সফরের সময় আশ্বাস দেওয়া হয়েছিল যে উইঘুরদের চীনে ফিরিয়ে আনা হলে তাদের যথাযথ দেখাশোনা করা হবে।বৃহস্পতিবার সাংবাদিকদের জিজ্ঞাসা করা হলে তিনি প্রাথমিকভাবে বিষয়টি নিশ্চিত করেননি ।সিনাওয়াত্রা বলেন, '"বিশ্বের যেকোনো দেশকেই  আইন, আন্তর্জাতিক প্রক্রিয়া এবং মানবাধিকারের নীতি মেনে চলতে হবে। 'বেইজিং জানিয়েছে যে ৪০ জন চীনা অবৈধ অভিবাসীকে থাইল্যান্ড থেকে ফিরিয়ে আনা হয়েছে, কিন্তু তারা যে উইঘুর ছিল তা নিশ্চিত করেনি।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে ,' চীন ও থাইল্যান্ডের অভ্যন্তরীণ আইন ও  আন্তর্জাতিক আইন মেনেই  প্রত্যাবাসন প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। 'ফিরে আসা দলটিতে  ৩০০ জনেরও বেশি উইঘুর ছিল   যারা ২০১৪ সালে জিনজিয়াংয়ে দমন-পীড়নের শিকার হয়ে পালিয়ে আসার পর থাই সীমান্তে আটক করা হয়েছিল।অনেককে তুরস্কে পাঠানো হয়েছিল, আবার অনেককে ২০১৫ সালে চীনে ফেরত পাঠানো হয়েছিল - যার ফলে সরকার এবং মানবাধিকার গোষ্ঠীগুলির মধ্যে তীব্র প্রতিবাদের ঝড় ওঠে। বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় বিরোধী দলের আইনপ্রণেতা কান্নাভি সুয়েবসাং প্রশ্ন তোলেন - '"থাই সরকার কী করছে?উইঘুরদের নির্বাসনের মাধ্যমে নির্যাতনের মুখোমুখি করা উচিত নয়। তাদের ১১ বছর জেল খাটতে হয়েছিল। আমরা দীর্ঘদিন ধরে তাদের মানবাধিকার লঙ্ঘন করেছি।'যে আটক কেন্দ্রে উইঘুরদের রাখা হয়েছিল   তা অস্বাস্থ্যকর এবং জনাকীর্ণ ছিল বলে জানা গেছে। পাঁচজন উইঘুর হেফাজতেই  মারা গেছেন।বৃহস্পতিবার এক বিবৃতিতে হিউম্যান রাইটস ওয়াচ জানিয়েছে যে এই গোষ্ঠীটি এখন নির্যাতন, জোরপূর্বক অন্তর্ধান এবং দীর্ঘমেয়াদী কারাদণ্ডের উচ্চ ঝুঁকির মুখোমুখি। সংস্থার এশিয়া পরিচালক, এলেন পিয়ারসন বলেছেন - ' থাইল্যান্ডের উইঘুর বন্দীদের চীনে স্থানান্তর দেশীয় ও আন্তর্জাতিক আইনের অধীনে থাইল্যান্ডের বাধ্যবাধকতার স্পষ্ট লঙ্ঘন।  ঊর্ধ্বতন থাই কর্মকর্তারা একাধিকবার প্রকাশ্যে আশ্বাস দিয়েছিলেন যে এই ব্যক্তিদের হস্তান্তর করা হবে না।' এদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও থাইল্যান্ডের এই নির্বাসন প্রক্রিয়ার  নিন্দা জানিয়ে বলেছেন -' যেসব দেশে উইঘুররা সুরক্ষা চান, সেইসব দেশের সরকারকে জোরপূর্বক জাতিগত উইঘুরদের চীনে ফেরত না পাঠানোর আহ্বান জানাতে হবে। "অনলাইনে প্রকাশিত এক বিবৃতিতে তিনি চীনকে জিনজিয়াংয়ে প্রধানত মুসলিম উইঘুর এবং অন্যান্য জাতিগত ও ধর্মীয় সংখ্যালঘু গোষ্ঠীর সদস্যদের লক্ষ্য করে গণহত্যা এবং মানবতাবিরোধী অপরাধ সংঘটিত করার অভিযোগ করেছেন।জাতিসংঘ বলেছে যে তারা এই নির্বাসনের জন্য "গভীরভাবে অনুতপ্ত" ।যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি বলেছেন যে তারা  থাইল্যান্ডের সিদ্ধান্তের সাথে একমত নয়।জিনজিয়াংয়ে প্রায় ১ কোটি ২০ লক্ষ উইঘুর বাস করেন, যাদের বেশিরভাগই মুসলিম। এই অঞ্চলটি আনুষ্ঠানিকভাবে জিনজিয়াং উইঘুর স্বায়ত্তশাসিত অঞ্চল (Xinjiang Uyghur Autonomous Region বা XUAR) নামে পরিচিত।

উইঘুররা তাদের নিজস্ব ভাষায় কথা বলে, যার সাথে  তুর্কি ভাষার  সাদৃশ্য রয়েছে।  সাংস্কৃতিক ও জাতিগতভাবে মধ্য এশীয় দেশগুলির সঙ্গে এদের সাযুজ্য রয়েছে। চীনের বিরুদ্ধে মুসলিম ধর্মাবলম্বীদের লক্ষ্যবস্তু করা এবং এই অঞ্চলে ধর্মীয় অনুশীলন নিষিদ্ধ করার পাশাপাশি মসজিদ ও সমাধি ধ্বংস করার অভিযোগ  রয়েছে।

সূত্র : বিবিসি

mzamin

No comments

Powered by Blogger.