পুলিশের গাড়িতে হাসপাতালে ফিরলেন আহতরা
তেজগাঁও থানার ওসি মোবারক হোসেন মানবজমিনকে বলেন, আন্দোলনকারীদের পঙ্গু হাসপাতালে নিয়ে রেখে আসছি। যেহেতু তারা চিকিৎসা চায়। তাই সরকার তাদের চিকিৎসার ব্যবস্থা করছে। এরপর তারা চাইলে পঙ্গু হাসপাতালে চিকিৎসা নেবে।
এর একদিন আগ থেকেই একইস্থানে অবস্থান নিয়েছিলেন তারা। শুরুর দিকে ৩০ জনের মতো থাকলেও পরে তাদের সংখ্যা অর্ধশতাধিক হয়। আহতদের বিক্ষোভের ফলে গত বুধবার থেকেই প্রধান উপদেষ্টার কার্যালয়ের ভেতরে যান চলাচল বিঘ্ন ঘটে। যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে সারাদিন থেকে মধ্য রাতেও আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সেনাবাহিনীর সদস্যরা নিযুক্ত ছিলেন সেখানে।
আন্দোলনকারীদের একজন গণমাধ্যমকে বলেন, আমাদের তিন ক্যাটাগরিতে ভাগ করে সরকার বৈষম্য তৈরি করছে। অনেক গুলিবিদ্ধ যারা আছেন তাদের সি ক্যাটাগরিতে রাখা হয়েছে। যা স্পষ্ট আমরা বৈষম্য দেখছি। তাই আমরা দুইটি ক্যাটাগরি চাই। আমাদের এ দাবি না আদায় হওয়া পর্যন্ত কর্মসূচি চলবে। দাবি আদায়ের আগ পর্যন্ত আমরা এখানেই অবস্থান করবো।
প্রধান উপদেষ্টার কার্যালয়ে এম্বুলেন্স যেতে দেয়নি আন্দোলনরতরা বিক্ষোভ চলাকালীন সময়ে দুপুরে প্রধান উপদেষ্টার কার্যালয়ে একটি এম্বুলেন্স আসে। এম্বুলেন্সটি প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রবেশ করতে যেতে চাইলে আন্দোলনকারীরা প্রবেশে বাধা দেয়। আন্দোলনকারীরা প্রধান ফটকের সামনে শুয়ে বসে অবস্থান নিয়েছিলেন। এ সময় এম্বুলেন্সটি আসলেও আহতদের অবস্থানের কারণে গাড়িটি ভেতরে যেতে পারেনি।
শুরুতে আহতদের চিকিৎসা ও পুনর্বাসনের দাবি এলেও পরে তারা এক দফা দাবিতে অনড় ছিলেন। সর্বশেষ ১ দফা দাবি হলো- বৈষম্য নিরসনে আহত ব্যক্তিদের তিন ক্যাটাগরির পরিবর্তে দুটি করতে হবে।
প্রথম দিন তিন দাবিতে আন্দোলন- ক্যাটাগরি পুনর্বিবেচনা, পুনর্বাসন ও ক্ষতিপূরণ আন্দোলনকারীদের দাবি, আহতদের জন্য নির্ধারিত ক্যাটাগরি ৩টি থেকে কমিয়ে ২টি করা হোক। সেই সঙ্গে পুনর্বাসন ও ক্ষতিপূরণ নীতিমালা পুনর্বিবেচনা করতে হবে।
ক্যাটাগরি-এ যেসব আহতরা স্থায়ীভাবে কর্মক্ষমতা হারিয়েছেন (যেমন- পঙ্গুত্ব, চোখ হারানো, গুরুতর বাহ্যিক বা অভ্যন্তরীণ আঘাত), তাদের জন্য মাসিক ভাতা ২০ হাজার টাকা। এককালীন অনুদান: আগের সিদ্ধান্ত পরিবর্তন করে এই ভাতা বাড়াতে হবে। কর্মসংস্থান: পরিবারে দায়িত্বশীল সদস্যদের সরকারি বা আধাসরকারি পর্যায়ে প্রশিক্ষণ ও কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে।
ক্যাটাগরি-বি যেসব আহত যোদ্ধা সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরবেন, তাদের জন্য মাসিক ভাতা ১৫ হাজার টাকা। এককালীন অনুদান: পূর্বের সিদ্ধান্ত পরিবর্তন করে এই ভাতা বাড়াতে হবে। কর্মসংস্থান: প্রশিক্ষণ ও সরকারি বা আধাসরকারি পর্যায়ে কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে।

No comments