২২ বছর পর পর্বতারোহীর অক্ষত মৃতদেহ
বাইশ বছর আগে পাহাড়ে নিখোঁজ হয়েছিলেন মার্কিন পর্বতারোহী উইলিয়াম স্ট্যাম্পফল। সেই থেকে বরফে ঢাকা পড়ে তার দেহ অরক্ষিত থেকে যায়। কিন্তু জলবায়ু পরিবর্তনের ফলে পাহাড়ের বরফের স্তুর কমতে থাকে। এরপর অক্ষত অবস্থায় তার মৃতদেহ উদ্ধার করা হয়েছে। স্থানীয় এক পুলিশ কর্মকর্তাকে উদ্ধৃত করে এ খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি। এতে বলা হয়, পেরুতে মাউন্ট হাউসকারানে ২০০২ সালের জুনে আরোহন করছিলেন স্ট্যাম্পল (৫৯)। ২২ হাজার ফুট উচ্চতার এই পাহাড়ে তিনি আকস্মিক হিমবাহের নিচে চাপা পড়েন। শুরু হয় উদ্ধার অভিযান। কিন্তু সফল হয়নি তা। এতদিন পরে করডিলেরা ব্লাঙ্কা রেঞ্জে আইস গলতে শুরু করে। ফলে পেরুর পুলিশ বলছে, মৃতদেহ প্রকাশিত হয়ে পড়ে। পুলিশ সেই ছবি বিতরণ করেছে। তাতে দেখা গেছে- তার শরীর, পোশাক, বুট সবই ঠাণ্ডায় অক্ষত রয়েছে। তার সঙ্গে থাকা জিনিসপত্রের মধ্যে পাওয়া যায় পাসপোর্ট। তার ওপর ভিত্তি করে তাকে শনাক্ত করা হয়।
No comments