নিমেষে প্রস্রাব হয়ে যাবে বিশুদ্ধ পানি, বিশেষ স্পেসস্যুট বানালো নাসা

মহাকাশচারীদের জন্য উন্নত থেকে উন্নততর পোশাক বানানোর চেষ্টা করে যাচ্ছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। অবশেষে মিলেছে দুরন্ত সাফল্য। কল্পকাহিনী ছবি ডিউনের ‘স্টিলসুটস’ দ্বারা অনুপ্রাণিত হয়ে একটি যুগান্তকারী স্পেসস্যুট বানিয়ে ফেলেছেন গবেষকরা। যা  ভবিষ্যতে চন্দ্র অভিযানে স্পেসওয়াক করার সময় মহাকাশচারীর ক্ষমতায় বৈপ্লবিক পরিবর্তন আনতে পারে। নতুন পোশাকটি সত্যিই অভিনব। আমেরিকার কর্নেল বিশ্ববিদ্যালয়ের গবেষকরা বানিয়েছেন নতুন ধরনের স্পেসস্যুট। এতে রয়েছে একটি বাহ্যিক ক্যাথিটার, যার সঙ্গে যুক্ত রয়েছে ফরোয়ার্ড-রিভার্স অসমোসিস ইউনিট। এর সাহায্যেই মূত্র থেকে তৈরি হবে বিশুদ্ধ পানি। তাও আবার ৫ মিনিটে। ‘ফ্রন্টিয়ার্স ইন স্পেস টেকনোলজি’ নামের এক জার্নালে প্রকাশিত হয়েছে এই সংক্রান্ত গবেষণাপত্র। এর লক্ষ্য নাসার আর্টেমিস প্রোগ্রামের অধীনে বর্ধিত মিশনে নভোচারীদের সাহায্য করা। এই মিশনের উদ্দেশ্য ২০২৬ সালের মধ্যে চাঁদের দক্ষিণ মেরুতে মহাকাশচারীদের অবতরণ এবং শেষ পর্যন্ত ২০৩০ সালের মধ্যে মঙ্গলে মানুষ পাঠানো।


সোফিয়া এটলিনের নেতৃত্বে ওয়েইল কর্নেল মেডিসিন এবং কর্নেল ইউনিভার্সিটির গবেষকরা স্যুটটিতে উন্নত প্রযুক্তি অন্তর্ভুক্ত করেছেন।স্পেসওয়াকের সময় নভোচররা নিজেদের পোশাকের মধ্যেই মলমূত্র ত্যাগ করেন। সর্বাধিক শোষণকারী এই পোশাকে (MAG) থাকে বহুস্তরীয় অ্যাডাল্ট ডায়পার। যা তৈরি হয় অত্যধিক শোষণ ক্ষমতাযুক্ত পলিমার দিয়ে। কিন্তু এরপরেও  বর্জ্য ‘লিক’ করার বিষয়ে বার বারই অভিযোগ উঠেছে। যার ফলে মূত্রনালীতে সংক্রমণ কিংবা গ্যাসট্রিকের অসুখ হতে দেখা যায়। অভিনব প্রায় ৮ কেজি ওজনের এবং ৩৮ সেমি বাই ২৩ সেমি পরিমাপের লাইটওয়েট ডিজাইন স্পেসসুটগুলি সমস্যার অনেকটাই সমাধান করবে বলে আশা করা হচ্ছে। গবেষকরা প্রকৃত মহাকাশ মিশনে মোতায়েন করার আগে সিমুলেটেড মাইক্রোগ্রাভিটি অবস্থার অধীনে সিস্টেমের কার্যকারিতা এবং সুরক্ষা যাচাই করতে নিউইয়র্কে স্বেচ্ছাসেবকদের সাথে বিস্তৃত পরীক্ষা পরিচালনা করার প্রস্তুতি নিচ্ছেন।

সূত্র : ইন্ডিয়ান এক্সপ্রেস


No comments

Powered by Blogger.