মৌলভীবাজারে এক জায়গায় মুসলমান, হিন্দু এবং খ্র্রিষ্টানদের সমাধি

পৃথিবীর বিভিন্ন প্রান্তে একই সমাজে নানা ধর্ম-বর্ণের মানুষ বসবাস করে। তবে সাধারনত: মৃত্যুর পর তাদের জন্য থাকে আলাদা আলাদা সমাধির ব্যবস্থা। কিন্তু বাংলাদেশের সিলেট অঞ্চলের মৌলভীবাজারে রয়েছে এমন একটি কবরস্থান যেখানে ধর্ম-নির্বিশেষে মুসলমান, হিন্দু এবং খ্র্রিষ্টানদের মরদেহ ধর্মীয় রীতি অনুযায়ীই দাফন কিংবা সৎকার করা হচ্ছে। স্থানীয়রা বলছেন, সব ধর্মের মানুষের মাঝে সৌহার্দের দৃষ্টান্ত হিসেবেই এই সমাধিস্থলটি গড়ে উঠেছে।


No comments

Powered by Blogger.