লেবুর আরও যত ব্যবহার

গৃহস্থালি পরিচ্ছন্নতায় ব্যবহার করতে পারেন লেবু। পিঁপড়া বা পোকার উপদ্রব রোধ করার পাশাপাশি লেবুর অ্যাসিডিক উপাদান রূপচর্চাতেও অনন্য। জেনে নিন লেবুর বিভিন্ন ব্যবহার সম্পর্কে।
  • *ফ্রিজের দুর্গন্ধ দূর করতে লেবুর রসে তুলার টুকরা ভিজিয়ে কয়েক ঘণ্টার জন্য ফ্রিজে রেখে দিন।  দূর হবে দুর্গন্ধ। তবে ফ্রিজে কখনও খাবার খোলা অবস্থায় রাখবেন না। এতে দুর্গন্ধ সৃষ্টি হয় ফ্রিজে।
  • *ফুলকপি বাদামি হয়ে যাচ্ছে? কাটার আগে এক চা চামচ লেবুর রস ছড়িয়ে দিন। রঙ বদলাবে না।
  • *চপিং বোর্ডে পেঁয়াজ বা অন্যান্য সবজির গন্ধ লেগে থাকে। পরিষ্কার করার আগে এক টুকরো লেবু ঘষে নিন বোর্ডে। দূর হবে গন্ধ।
  • *আধা কাপ পানিতে ১ টেবিল চামচ লেবুর রস মিশিয়ে রূপার গয়না ভিজিয়ে রাখুন সারারাত। পরদিন সকালে পরিষ্কার করে ফেলুন। কালচে হবে না রূপা।
  • *পোকা বা পিঁপড়ার বাসার আশেপাশে লেবুর খোসা কুচি ছড়িয়ে দিন। দূর হবে পিঁপড়া ও পোকা।
  • *২ লিটার পানিতে ৪টি লেবুর রস মিশিয়ে মেঝে মুছে নিন। পোকামাকড়ের প্রকোপ কমবে।
  • *সবজি ও ফলের ফরমালিন দূর করতে লেবুর রস স্প্রে করে নিন।
  • *দাঁত ঝকঝকে করতে লেবু স্লাইস করে কেটে ঘষে নিন দাঁতে।
  • *এক কাপ কুসুম গরম পানিতে অর্ধেকটি লেবুর রস মিশিয়ে নখ ভিজিয়ে রাখুন। নখের হলদে দাগ দূর হবে।
নখের হলদে ভাব দূর করে লেবু
>>>তথ্য: ইনস্টিক ম্যাগাজিন

No comments

Powered by Blogger.