মহাকাশে নভোচারী পাঠাবে ইরান: প্রযুক্তিমন্ত্রী

ইসলামি প্রজাতন্ত্র ইরানের বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ অযারি জাহরোমি বলেছেন, তারা মহাকাশে একজন নভোচারী পাঠাবেন। শনিবার তেহরানে বিশ্ব মহাকাশ সপ্তাহ উপলক্ষে এক অনুষ্ঠানে এ ঘোষণা দিয়েছেন।

তিনি বলেছেন, ইরানের মহাকাশ সংস্থা অন্যান্য দেশের সহযোগিতায় একজন ইরানি নভোচারীকে মহাকাশে পাঠাবে।

এছাড়া ২০২১ সালের মধ্যে একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন স্যাটেলাইট বা কৃত্রিম উপগ্রহ পাঠানো হবে যা পৃথিবীর এক মিটার দৈর্ঘ্যের বস্তুকে শনাক্ত করতে পারবে। একইসঙ্গে হাই-রেজ্যুলেশনের ছবি কেন্দ্রে পাঠাবে।

এর আগে ইরানের তথ্য প্রযুক্তি বিষয়ক উপমন্ত্রী মোর্তজা বারারি জানিয়েছেন, আগামী তিন মাসের মধ্যে তিনটি স্যাটেলাইট বা কৃত্রিম উপগ্রহ নির্মাণ করা হবে। নির্মাণ কাজ শেষে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কাছে এসব কৃত্রিম উপগ্রহ হস্তান্তর করা হবে এবং তারা সেগুলো মহাকাশে পাঠাবে।

No comments

Powered by Blogger.