শৈশবের দুরন্তপনা by কাজী আশিক রহমান

মাগুরায় প্রাথমিকের বিভিন্ন শ্রেণিতে পড়া এ শিশুরা সুযোগ পেলেই ফুটবল নিয়ে মাঠে নামে। বৃষ্টির পানি মাঠে জমে যাওয়ায় এই খেলা বাড়তি আনন্দ যোগ করেছে। মাঠের এক পাশ শুকনা থাকলেও খেলার জায়গা হিসেবে তারা বেছে নিয়েছে পানি জমা অংশ। কাদামাটির ঘোলা পানিতে তারা মেতে উঠেছে দুরন্তপনায়। খেলার চেয়ে একে অপরের গায়ে পানি ছিটানোই যেন মুখ্য। মাগুরা সদর উপজেলার নিজ নান্দুয়ালী গ্রামের মাঠ থেকে তোলা ছবি।
বল দখলের লড়াইয়ে শিশুরা।বল দখলের লড়াইয়ে শিশুরা।বল হাত ছুঁয়েছে। এখন হবে পেনাল্টি শট।বল হাত ছুঁয়েছে। এখন হবে পেনাল্টি শট।খেলার মাঝে একটু দম নেওয়া।খেলার মাঝে একটু দম নেওয়া।ফুটবল খেলার চেয়ে পানি ছিটানোই মুখ্য।ফুটবল খেলার চেয়ে পানি ছিটানোই মুখ্য।ফুটবল খেলার ফাঁকে চলছে নাচানাচিও।ফুটবল খেলার ফাঁকে চলছে নাচানাচিও।পানির মধ্যে দৌড়, হয়তো মা–বাবার বকুনি খেতে হবে। তবে আনন্দ উপভোগের সময় কি আর এসব মনে থাকে।পানির মধ্যে দৌড়, হয়তো মা–বাবার বকুনি খেতে হবে। তবে আনন্দ উপভোগের সময় কি আর এসব মনে থাকে।

No comments

Powered by Blogger.