রাস্তায় নবজাতকটিকে নিয়ে টানাটানি করছিল কুকুরের দল

এসআই মোস্তাফিজুরের কোলে সেই নবজাতক
চট্টগ্রাম নগরের বাদামতলী মোড়। রাতের দায়িত্ব শেষে মঙ্গলবার ভোরে থানায় ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন ডবলমুরিং থানার উপ পরিদর্শক (এসআই) মোস্তাফিজুর রহমান। এ সময় চোখে পড়ে রাস্তার ঠিক উল্টোপাশে কামড়া-কামড়িতে মেতে উঠেছে দুইটি কুকুর। কিছু একটা নিয়ে টানাটানি করছিল কুকুরগুলো। কৌতুহলী হয়ে এগিয়ে যান তিনি। দেখেন রাস্তায় গড়াগড়ি খাচ্ছে সদ্যোজাত শিশু। তা নিয়ে দুই কুকুরের কামড়া-কামড়ি।

তাৎক্ষণিক শিশুটিকে উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান তিনি। খুঁজে বের করেন শিশুটির মানসিক ভারসাম্যহীন মাকেও। পরে মা ও শিশুকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন তিনি।

নগর পুলিশের ডবলমুরিং অঞ্চলের সহকারী কমিশনার আশিকুর রহমান সমকালকে বলেন, 'আগ্রাবাদের বাদামতলী মোড়ে সোনালী ব্যাংকের সামনে কয়েকটি কুকুর নবজাতকটি নিয়ে টানাটানি করছিল। সেখানে দায়িত্বরত এসআই মোস্তাফিজ সেটা দেখে বাচ্চাটাকে উদ্ধার করে প্রথমে মা ও শিশু হাসপাতালে নিয়ে যান। পরে সেখান থেকে শিশুটিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।'

এসআই মোস্তাফিজুর রহমান সমকালকে জানান, রাতের ডিউটির শেষ ভাগে সহকর্মীদের নিয়ে আগ্রাবাদের বাদামতলী মোড়ের আক্তারুজ্জামান সেন্টারের সামনে অবস্থান করছিলেন তিনি। এই সময় রাস্তার বিপরীতে সোনালী ব্যাংকের সামনে দুটি কুকুরকে কামড়া-কামড়ি করতে দেখেন। আরেকটি কুকুর কিছু একটা নিয়ে টানাটানি করছে। কৌতুহলী হয়ে এগিয়ে গিয়ে দেখেন একটি সদ্যোজাত শিশু রাস্তায় গড়াগড়ি খাচ্ছে। নবজাতকের নাড়ি নিয়ে টানাটানি করছে কুকুরগুলো। তখন ওই রাস্তায় প্রাতঃভ্রমণে বের হওয়া এক নারীর সাহায্য চান তিনি। রাস্তার পাশে একটি টং দোকান থেকে চেয়ে নেন এক খণ্ড কাপড়। বাচ্চাটাকে মুড়িয়ে ওই নারীকে সঙ্গে নিয়ে আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে দায়িত্বরত চিকিৎসকরা নবজাতকটিকে পরিষ্কার করে তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। বাচ্চাটিকে নিয়ে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে যাওয়ার পথে বাদামতলী মোড়ের অদূরে জনতা ব্যাংকের সামনে রক্তাক্ত অবস্থায় নারীকে বসে থাকতে দেখেন তিনি। গাড়ি থেকে নেমে ওই নারীর নাম জিজ্ঞেস করলে তিনি কোন কথা বলছিলেন না। শুধু হাতের ইশারায় রাস্তার অপর পাশে দেখিয়ে দিচ্ছিল- যেখানে শিশুটিকে নিয়ে কুকুরগুলো টানাটানি করছিল।

তিনি বলেন, স্থানীয়রা জানিয়েছে ওই নারী মানসিক ভারসাম্যহীন। এ এলাকায় থাকেন তিনি। সোনালী ব্যাংকের সামনে সন্তান প্রসবের পর রাস্তার অপর পাশে গিয়ে বসে ছিলেন। পরে নবজাতকের সঙ্গে মানসিক ভারসাম্যহীন ওই নারীকেও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা বলেছেন, বাচ্চাটি সুস্থ আছে। তার গায়ে কুকুরের কামড় লাগেনি। মাকে গাইনি ওয়ার্ডে চিকিৎসা দেওয়া হচ্ছে।

1 comment:

  1. কিছু অমানুষ আর কিছু মানুষ

    ReplyDelete

Powered by Blogger.