কাশ্মীরের জনগণের সঙ্গে দাবার ঘুটির মতো আচরণ করবেন না: অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল

আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলেছে, ভারত সরকারের উচিত আন্তর্জাতিক মানবাধিকার আইনের প্রতি সম্মান দেখিয়ে কাশ্মীরের জনগণের সঙ্গে দাবার ঘুটির মতো আচরণ না করা।

গতকাল জম্মু-কাশ্মীর নিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকে যোগ দিয়ে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মহাসচিব কুমি নাইডু ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে শান্তি ও নিরাপত্তা বজায় রাখার প্রয়োজনীয়তার কথা জোর দিয়ে বলেছেন।

তিনি বলেন, ‘রাজনৈতিক সংকটে জম্মু-কাশ্মীরের জনগণের সঙ্গে দাবার ঘুটির মতো আচরণ করা উচিত নয়। কাশ্মীরের জনগণের মানবাধিকার রক্ষায় আন্তর্জাতিক সম্প্রদায়েরও এগিয়ে আসা উচিত।’

তিনি আরো বলেন, ‘কয়েক দশক পর ফের প্রথমবারের মতো জাতিসংঘের নিরাপত্তা পরিষদ জম্মু-কাশ্মীর ইস্যুতে বৈঠক করছে। পরিষদের সদস্যদের স্মরণে রাখা উচিত তাদেরকে মূলত আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষায় ম্যান্ডেট দেওয়া হয়েছে। সুতরাং জম্মু-কাশ্মীর ইস্যুতে মানবাধিকার রক্ষাকে সর্বাধিক গুরুত্ব দিয়ে কাজ করা উচিত তাদের।’

ভারতের উদ্দেশে তিনি বলেন, ‘ভারত সরকারের প্রতি আমাদের আহবান তারা  যেন আন্তর্জাতিক মানবাধিকার আইন এবং মানদণ্ড অনুযায়ী জম্মু-কাশ্মীরের মানুষদের সঙ্গে আচরণ করে। রাজনৈতিক নেতাদের গ্রেপ্তার ও আটক এবং জনগণের চলাচলের স্বাধীনতার ব্যাপারেও যেন তারা তা মেনে চলে।’

নাইডু আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করে বলেন, জম্মু-কাশ্মীরে মোদির নেতৃত্বাধীন ভারত সরকারের পদক্ষেপসমূহ সাধারণ জনগণের দৈনন্দিন জীবনকে বিপর্যস্ত করে তুলেছে।
>>সাউথ এশিয়ান মনিটর।

No comments

Powered by Blogger.