রূপচর্চায় অলিভ অয়েল ব্যবহার করবেন যেভাবে by আনিকা আলম

রান্নায় অলিভ অয়েল ব্যবহার যেমন স্বাস্থ্যকর ও নিরাপদ, তেমনি রূপচর্চায়ও এর রয়েছে অনেক ব্যবহার। জেনে নিন ত্বক ও চুলের সুরক্ষায় কীভাবে ব্যবহার করবেন অলিভ অয়েল।
  • *অলিভ অয়েল সামান্য গরম করে ঘষে ঘষে লাগান চুলের আগা থেকে গোড়া পর্যন্ত। তোয়ালে গরম পানিতে ডুবিয়ে নিংড়ে নিন। গরম তোয়ালে জড়িয়ে রাখুন মাথায়। ১৫ মিনিট পর ভেষজ শ্যাম্পু দিয়ে ধুয়ে নিন চুল।
  • *নখ বড় রাখেন? নখের কিউটিকলকে আরও মজবুত রাখতে অলিভ অয়েল ঘষুন নিয়মিত।
  • *পায়ের গোড়ালি ফাটার সমস্যায় অলিভ অয়েল খুবই কার্যকর। রাতে ঘুমানোর আগে অলিভ অয়েল ও গ্লিসারিনের মিশ্রণ ফাটা গোড়ালিতে ম্যাসাজ করুন। পরদিন সকালে ধুয়ে ফেলুন।
  • *একটি ডিম ফেটিয়ে ৩ টেবিল চামচ অলিভ অয়েলে মিশিয়ে চুলে ব্যবহার করুন হেয়ার প্যাক হিসেবে। আধা ঘণ্টা পর শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। চুল হবে ঝলমলে।
  • *ত্বকের মরা চামড়া দূর করতে মধু, ওট ও ডিমের সাদা অংশের সঙ্গে অলিভ অয়েল মিশিয়ে ফেসপ্যাক বানিয়ে নিন। এটি ত্বকে ঘষে ঘষে লাগান। কিছুক্ষণ অপেক্ষা করে ধুয়ে ফেলুন।
  • *অলিভ অয়েলে তুলা ভিজিয়ে ঘষে ঘষে ওঠাতে পারেন ত্বকের মেকআপ।

No comments

Powered by Blogger.