ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকাভুক্ত হলো ইরানের হিরকানি বন

হিরকানি বন
জাতিসংঘের বিজ্ঞান,শিক্ষা ও ঐতিহ্যবিষয়ক সংস্থা ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্য কমিটি ইরানের হিরকানি বনকে বিশ্ব ঐতিহ্যের তালিকাভুক্ত করেছে। আযারবাইজানের বাকুতে অনুষ্ঠিত ৪৩তম সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। হিরকানি বনে রয়েছে শত শত প্রজাতির পাখি ও গাছ। এটি কাস্পিয়ান সাগরের দক্ষিণে অবস্থিত। এই বনটি ইরানের পাঁচটি প্রদেশে পড়েছে। এর একটি অংশ রয়েছে প্রতিবেশী দেশ আযারবাইজানে। হিরকানি বনটি চার কোটি বছরের পুরনো। ১৯ লাখ হেক্টর এলাকাজুড়ে এটি অবস্থিত। ইউনেস্কোতে নিযুক্ত ইরানের প্রতিনিধি আহমাদ জালালি বলেছেন, ইরানের জন্য এটি একটি বড় ঘটনা। সবাইকে হিরকানি বনের গুরুত্ব উপলব্ধি করতে হবে। এর আগে ইরানের লুত মরুভূমি ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকাভুক্ত হয়েছে।
হিরকানি বনের কয়েকটি প্রাণী

No comments

Powered by Blogger.