এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে জমজমের পানি নিষিদ্ধ

এয়ার ইন্ডিয়া
এয়ার ইন্ডিয়ার দুটি ফ্লাইটে জমজমের পানি নিষিদ্ধ করা হয়েছে। নিজ দেশের ট্রাভেল এজেন্টস ও হজযাত্রীদের খবরটি জানিয়ে দিয়েছে ভারতের এই পতাকাবাহী বিমান সংস্থা।
গত ৪ জুলাই এয়ার ইন্ডিয়ার জেদ্দা কার্যালয় থেকে এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। এতে বলা হয়েছে, ‘উড়োজাহাজ পরিবর্তন ও আসন সীমিত থাকার কারণে জমজমের পানি ফ্লাইটে আনা যাবে না।’
জানা গেছে, জেদ্দা-হায়দরাবাদ-মুম্বাই ও জেদ্দা-কোচি ফ্লাইট দুটিতে আগামী ১৫ সেপ্টেম্বর পর্যন্ত জমজমের পানি বহনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। তাই অনেক হজযাত্রী ও ট্যুর অপারেটর চিন্তিত।
এ নিয়ে কংগ্রেস এমএলএ আমিন প্যাটেলের হস্তক্ষেপ কামনা করেছেন অনেকে। ভারতের বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয়কে এয়ার ইন্ডিয়ার উল্লিখিত দুটি ফ্লাইটে হজযাত্রীদের জমজমের পানি বহনের নির্দেশনা দেওয়ার অনুরোধ করেছেন তিনি।
আমিন প্যাটেল বলেন, ‘জমজমের পানি পবিত্র। এর ধর্মীয় তাৎপর্য রয়েছে। এই পানি অসুস্থতা কাটিয়ে দিতে পারে বলে বিশ্বাস করা হয়। তাই হাজিদের অবশ্যই এটি বহনের অনুমতি দিতে হবে।’
ভারতের হজ কমিটির সিইও এমএ খান বলেন, ‘হজ থেকে ফেরার পথে প্রত্যেক হজযাত্রীকে ৫ লিটার করে জমজমের পানি বহন করতে দিতে বাধ্য এয়ার ইন্ডিয়া। কারণ আমাদের মধ্যে এ নিয়ে সমঝোতা স্মারক রয়েছে।’
তবে এয়ার ইন্ডিয়ার মুখপাত্র কোনও মন্তব্য করতে অস্বীকৃতি জানান। যদিও জমজমের পানি বহনে নিষেধাজ্ঞা আরোপের বিজ্ঞপ্তি প্রকাশের সত্যতা নিশ্চিত করেছে বিমান সংস্থাটি।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া

No comments

Powered by Blogger.