বৈশাখে কুমিল্লার খাদি by এমদাদুল হক

বাঙালির প্রাণের উৎসব পয়লা বৈশাখ উপলক্ষে কুমিল্লার ঐতিহ্যবাহী খাদি বস্ত্রবিতানগুলোয় ভিড় করছেন খাদিপ্রেমীরা। প্রতিবছরের এ সময় খাদি কাপড়ের বেশ চাহিদা বেড়ে যায়। কাপড়ে নতুন নতুন নকশা করতে ব্যস্ত কারিগরেরা। দেশের নানা স্থানে এর বেশ কদর রয়েছে। কুমিল্লার বিভিন্ন অঞ্চলে খাদি কাপড়ে বিভিন্ন নকশা তৈরির কারখানাগুলোর বেশি দেখা মেলে।
কাপড়ে নকশা তৈরিতে ব্যস্ত কারিগরকাপড়ে ব্লক করার সময় অনেক সাবধানতা অবলম্বন করেন শ্রমিকেরাকুমিল্লার খাদি কাপড়ে ব্লকের চাহিদা একটু বেশি। শেষ সময়ে চাদর বানাতে ব্যস্ত সময় পর করছেন খাদির কারিগরেরাক্রেতার চাহিদার কথা মাথায় রেখেই করা হয় নকশা আঁকা কাপড়নকশা বসানোর পর সেলাই করা হচ্ছেখাদি বস্ত্রবিতানগুলোয় ভিড় করছেন খাদিপ্রেমীরা। প্রতিবছরের এ সময়ে খাদি কাপড়ের বেশ চাহিদা বেড়ে যায়।ক্রেতারা কাপড় দেখছেন

No comments

Powered by Blogger.