ডেমোক্রেটদের সঙ্গে বৈঠক থেকে ট্রাম্পের ওয়াকআউট

ডেমোক্রেট নেতাদের সঙ্গে বৈঠক থেকে ওয়াকআউট করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্র সরকারে ‘শাটডাউন’ বা অবলাবস্থার ১৯তম দিনে এমন ঘটনা ঘটে। এদিন ডেমোক্রেট নেতা প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি ও সিনেটে ডেমোক্রেট নেতা চাক শুমারের সঙ্গে বৈঠক ভেঙে যাওয়ায় ওয়াকআউট করেন ট্রাম্প। তিনি যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্তে যে দেয়াল নির্মাণ করতে চান তাতে অর্থ ছাড় দিতে অস্বীকৃতি জানান ডেমোক্রেট এ দু’নেতা। ফলে ওই বৈঠককে সময়ের অপচয় বলে আখ্যায়িত করেন তিনি। টুইটে বলেছেন, তিনি ডেমোক্রেট শীর্ষ নেতাদের বলেছেন ‘বাই-বাই’। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি।
সরকারে অচলাবস্থা শুরু হওয়ার পর এ সপ্তাহেই প্রথম বেতনছাড়া কাজে যোগ দিতে হচ্ছে প্রায় ৮ লাখ ফেডারেল কর্মচারীকে।
বুধবার ওয়েস্ট উইংয়ে সম্মেলন সেন্টারের সিচুয়েশন রুম ওই বৈঠক হয়। এরপর প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি বলেন, কেন্দ্রিয় সরকারের কর্মচারীদের বেতন দিতে না পারা ট্রাম্পের পাশাপাথি একটি ক্ষতিকর বিষয়। এ বিষয়টি নিয়ে প্রেসিডেন্ট সংবেদনহীন। পেলোসি বলেন, প্রেসিডেন্ট হয়তো ভাবে, কর্মচারীরা তাদের পিতাকে বলবেন তাদেরকে আাে অর্থ দিতে। কিন্তু তারা তা আর দিতে পারে না। ওদিকে চাক শুমার সাংবাদিকদের বলেন, প্রেসিডেন্ট ট্রাম্পের দেয়াল নির্মাণের তহবিলে অর্থ অনুমোদন দেয়া হবে নাÑ এমনটি ন্যান্সি পেলোসি বলার পরই অকস্মাৎ বৈঠক ত্যাগ করেন তিনি। চাক শুমার আরো বলেন, স্পিকার পেলোসিকে প্রেসিডেন্ট ট্রাম্প প্রশ্ন করেন, দেয়াল নির্মাণের বিষয়ে আপনি কি একমত? জবাবে পেলোসি বলেন- না। সঙ্গে সঙ্গে ট্রাম্প উঠে দাঁড়ান এবং বলেন, তাহলে আমাদের আলোচনা করার কিছু নেই। এ কথা বলেই তিনি বৈঠক ত্যাগ করেন।

No comments

Powered by Blogger.