'আসগর সব দেবো বাচ্চারে কোরবান / জালিমের দাদ নিব, দেবো আজ গোর জান'

মহররমের প্রথম শুক্রবারকে আন্তর্জাতিক আলী আসগর(আ) দিবস হিসেবে উদযাপন করছে ইরান। ইসলামী বিপ্লব বিজয়ের কিছু পর থেকেই এ দিবস পালন করছে। কারবালা প্রান্তরে ইয়াজিদি বাহিনীর হাতে নিহত হজরত হোসেইন(আ) ছয় মাসের শিশু হজরত আলী আসগর (আ) স্মরণে এ দিবস পালন করা হয়।
 
দলে দলে মায়েরা ঢুকছেন মোসাল্লায়ে ইমাম খোমেনি(র)র ভেতরে
এদিনে আসগরের পোশাকের সজ্জিত করে তেহরানের মায়েরা তাদের দুগ্ধপোষ্য শিশু নিয়ে দলে দলে হাজির হন অনুষ্ঠান কেন্দ্র। প্রতিবারের মতো এবারও এ দিবস পালন করার জন্য মায়েরা সমবেত হয়েছেন তেহরানের মোসাল্লায় ইমাম খোমেনিতে। সুবিশাল কেন্দ্রটিতে সকাল থেকেই মায়েরা এসে জড়ো হতে থাকেন। তারা কেবল দুগ্ধপোষ্য শিশুকে নয় তাদের ছোট ছোট সন্তানদেরও আসগরের পোশাকে সজ্জিত করে এনেছেন।
  
অনেক শিশু দিব্যি ঘুমিয়ে পড়েছে
ইরানের মতোই পাকিস্তান, ভারত এবং ইরাকসহ অনেকে দেশেই মহররমের প্রথম শুক্রবারে পালন করা হয় আন্তর্জাতিক আলী আসগর দিবস।
  
মোসাল্লায় মায়েদের একটি ক্ষুদ্র অংশ
মার্কিন নেতৃত্বাধীন পশ্চিমা বিশ্বের প্রত্যক্ষ-পরোক্ষ মদদে গোটা দুনিয়ায় আজ শিশু হত্যা চলছে নির্বিচারে।  ফিলিস্তিন, সিরিয়া, ইয়েমেন এবং কাশ্মিরসহ বিশ্বের নানা স্থানে অব্যাহত শিশু হত্যা যখন চলছে তেহরানের মায়েরা আজ তখন  তার বিরুদ্ধে নিজেদের অবস্থান আবারো ঘোষণা করেছেন। ইমাম হোসেইন(আ)এর পথ নবীজির পথ। সে পথচলাকে নিজেদের লক্ষ্য হিসেবে বেছে নিয়েছেন তেহরান তথা ইরানের আপামর জনসাধারণ। সে পথ পরিক্রমায় প্রয়োজনে আসগরের মতোই  নিজেদের শিশুকে উৎসর্গ করতে দ্বিধা করবেন না বলে দৃঢ় প্রত্যয় ঘোষণা করেন তেহরানের মায়েরা। লৌহদৃঢ় এ প্রত্যয়ের কথা বাংলাদেশের জাতীয় কবি নজরুল ইসলামের ভাষায় ব্যক্ত করতে গেলে বলতে হয়:
'আসগর সব দেবো বাচ্চারে কোরবান
জালিমের দাদ নিব, দেবো আজ গোর জান!'

...

No comments

Powered by Blogger.