ন্যাটোর অস্তিত্ব থাকার কোনো কারণ নেই: মার্কিন বিশ্লেষক

সাবেক সোভিয়েত ইউনিয়নের পতনের পর আটলান্টিক চুক্তি সংস্থা বা ন্যাটো সামরিক জোটের অস্তিত্ব থাকার কোনো যৌক্তিক কারণ নেই। ইরানের প্রেসটিভিকে দেয়া সাক্ষাৎকারে একথা বলেছেন, খ্যাতিমান রাজনৈতিক বিশ্লেষক ও মার্কিন লেখক জন স্টেপলিং।
তিনি আরো বলেন, ন্যাটোকে আমেরিকা বিদেশী সেনাজোট হিসেবে ব্যবহার করছে। যখন ফিনল্যান্ডের রাজধানী হেলসিংকিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন একান্ত বৈঠক করতে যাচ্ছেন তার আগে জন স্টেপলিং একথা বললেন। ন্যাটোর কর্মকাণ্ডের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে নানা অভিযোগ করে আসছে মস্কো।
হেলসিংকিতে ট্রাম্প বলেছেন, “আলোচনার মতো আমাদের সামনে অনেক বিষয় রয়েছে।” প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে তিনি একান্ত বৈঠকে ‘বাণিজ্য থেকে সামরিক’ এবং ‘ক্ষেপণাস্ত্র থেকে চীন’ সব বিষয় নিয়েই কথা বলবেন বলে জানিয়েছেন। সংক্ষিপ্ত আলোচনায় পুতিনও বলেন, সময় এসেছে মস্কো এবং ওয়াশিংটনের মধ্যকার সম্পর্ক নিয়ে আলোচনার করার।

No comments

Powered by Blogger.