ইসরাইলের সঙ্গে প্রীতি ম্যাচ বাতিল করলো আর্জেন্টিনা

ইসরাইলে যাচ্ছেন না মেসিরা। রাজনৈতিক চাপের মুখে গতকাল প্রীতি ম্যাচটি বাতিল করেছে আর্জেন্টিনা। আগামী শনিবার বিরোধপূর্ণ জেরুজালেমের টেডি স্টেডিয়ামে ইসরাইল-আর্জেন্টিনার প্রীতি ম্যাচ আয়োজনের কথা ছিল। গতকাল বার্সেলোনার ট্রেনিং ক্যাম্পে আর্জেন্টিনার অনুশীলনে সমর্থকরা বাইরে থেকে প্রতিবাদ জানায়। আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী জর্জ ফাউরি ইসরাইলের বিপক্ষে ম্যাচের ব্যাপারে আর্জেন্টাইন ফুটবলারদের অনাগ্রহের কথা জানান। সংবাদমাধ্যম ইএসপিএন’কে দেয়া সাক্ষাৎকারে ম্যাচ বাতিলের কথা জানান গঞ্জালো হিগুয়াইন। আর্জেন্টিনার এ তারকা স্ট্রাইকার বলেন, অবশেষে আর্জেন্টিনা সঠিক সিদ্ধান্ত নিয়েছে। আর্জেন্টিনায় ইসরাইলি দূতাবাসও টুইট করে প্রীতি ম্যাচ বাতিলের ব্যাপারটি নিশ্চিত করে। আর্জেন্টাইন সংবাদমাধ্যম জানায়, ইসরাইলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু আর্জেন্টিনার প্রেসিডেন্ট মাউরিসিও ম্যাক্রিকে অনুরোধ করে ম্যাচ বাঁচানোর চেষ্টা করেন। এদিকে ম্যাচ বাতিলের খবরে ফিলিস্তিনের গাজায় উৎসব ছড়িয়ে পড়ে। যেখানে সম্প্রতি ফিলিস্তিনিদের বিক্ষোভ দমনে ইসরাইলি বাহিনীর গুলিতে অন্তত ১২০ জন প্রাণ হারায়। ইসরাইলে খেলতে না যাওয়ার সিদ্ধান্ত নেয়ায় মেসি ও তার দলকে ধন্যবাদ জানিয়েছে ফিলিস্তিন ফুটবল ফেডারেশন। এক বিবৃতিতে ফেডারেশনের সভাপতি জিব্রিল রজব বলেন, ‘ম্যাচ বাতিলের মধ্য দিয়ে ইসরাইলের প্রতি লাল কার্ড দেখানো হয়েছে। নৈতিকতা ও খেলার জয় হয়েছে।’ এর আগে ম্যাচের বিরোধিতা করে জোরালো প্রচার চালান জিব্রিল রজব। ‘মেসি ভালোবাসা ও শ্রদ্ধার প্রতীক। আরব ও মুসলিম দেশগুলোতে তার ১০ মিলিয়ন ভক্ত রয়েছে। ইসরাইলের বিপক্ষে খেলতে নেমে মেসি যেন মানবতার বিরুদ্ধে অপরাধকে স্বীকৃতি না দেন আমরা সেই প্রত্যাশাই করি।’ মেসি ইসরাইলে খেলতে আসলে তার জার্সি ও ছবি পোড়ানোর হুমকিও দেন ফিলিস্তিন ফুটবল ফেডারেশনের সভাপতি। এই ম্যাচ ঘিরে শুরু থেকেই বিতর্কের ঝড় ওঠে। বছরের পর বছর ধরে ফিলিস্তিনিদের ওপর ইসরাইলের নিপীড়ন এর মূল কারণ। পূর্ব জেরুজালেমকে ফিলিস্তিনিরা সব সময়ই তাদের রাজধানী হিসেবে দাবি করে আসছে। বিপরীতে পুরো জেরুজালেম নগরীকেই নিজেদের দাবি করে ইসরাইল। গত ডিসেম্বরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জেরুজালেমকে ইসরাইলের রাজধানী হিসেবে স্বীকৃতি দিয়ে ফিলিস্তিনিদের মধ্যে ক্ষোভ উস্‌কে দেন। গত মাসে তেলআবিব থেকে জেরুজালেমে যুক্তরাষ্ট্রের দূতাবাস স্থানান্তর করা হয়। ফুটবলীয় দৃষ্টিকোণ থেকে আর্জেন্টিনা কোচ হোর্হে সাম্পাওলি আগেই ইসরাইলে না গিয়ে বার্সার মাঠে ম্যাচ খেলার ইচ্ছা প্রকাশ করেন। বিশ্বকাপ সামনে রেখে মেসির ক্লাব বার্সেলোনায় অনুশীলন করছে আর্জেন্টিনা দল। রাশিয়ায় উড়াল দেয়ার আগে এখন সেখানে একটি প্রস্তুতি ম্যাচের প্রতিপক্ষ খুঁজছে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। এর আগে বুয়েন্স আয়ার্সে প্রথম প্রস্তুতি ম্যাচে মেসির হ্যাটট্রিকে হাইতিকে ৪-০ গোলে হারায় আলবিসেলেস্তেরা। মস্কোতে আগামী ১৬ই জুন আইসল্যান্ড ম্যাচ দিয়ে এবারের বিশ্বকাপ যাত্রা শুরু করবে গতবারের রানার্সআপ আর্জেন্টিনা। ‘ডি’ গ্রুপের অপর দুই দল ক্রোয়েশিয়া ও নাইজেরিয়া।

No comments

Powered by Blogger.