গাজায় গণহত্যার আন্তর্জাতিক তদন্তের পক্ষে জাতিসংঘের মানবাধিকার প্রধান

যেইদ রা'দ আল হোসেইন
গাজায় ইসরাইলি হত্যাযজ্ঞের বিষয়ে নিরপেক্ষ তদন্তের আহ্বানের প্রতি সমর্থন জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান যেইদ রা'দ আল হোসেইন। তিনি বলেছেন, ফিলিস্তিনের গাজা সীমান্তে ইসরাইল পুরোপুরি নির্বিচার বলপ্রয়োগ করেছে। এ হত্যাকাণ্ডের আন্তর্জাতিক নিরপেক্ষ তদন্ত হওয়া উচিত বলে তিনি মত প্রকাশ করেছেন।
আজ (শুক্রবার) সুইজারল্যান্ডের জেনেভায় জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের  বৈঠকে তিনি এসব কথা বলেন। তিনি গাজা অবরোধ প্রত্যাহারের আহ্বান জানিয়ে বলেন, গাজাবাসীরা বিষাক্ত এক বস্তিতে আটকা পড়েছে। তাদেরকে মৌলিক অধিকারগুলো থেকে বঞ্চিত করা হচ্ছে।
নাকবা দিবসে ইসরাইল গাজায় যাদের হত্যা করেছে তাদের অনেকেই একেবারেই নিরস্ত্র ছিল বলে তিনি জানান।
যেইদ রা'দ আল হোসেইন বলেন, ইসরাইল গাজায় আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে। আন্তর্জাতিক আইন অনুযায়ী দখলদার শক্তি হিসেবে ইসরাইলের গাজাবাসীর সার্বিক অবস্থার প্রতি দায়িত্ব রয়েছে বলে তিনি জানান। 
গত সোমবার পবিত্র বায়তুল মুকাদ্দাসে মার্কিন দূতাবাস স্থানান্তরের প্রতিবাদে গাজায় বিক্ষোভের সময় ইসরাইলি সেনারা অন্তত ৬০ ফিলিস্তিনিকে হত্যা করেছে।

No comments

Powered by Blogger.