ছদ্মবেশে ১৮ বছর

কখনো সাধুবাবা, কখনো দরবেশ ছদ্মবেশে থাকতেন রফিকুল ইসলাম। ছদ্মবেশের আড়ালে তিনি একজন অস্ত্রমামলার ওয়ারেন্টভূক্ত আসামি। দীর্ঘ ১৮ বছর তিনি এ ভাবে নিজেকে আড়ালে রাখলেও বুধবার রাতে তিনি ধরা পড়েন পুলিশের হাতে। তার পুরো নাম রফিকুল ইসলাম (৪০)। পানছড়ি থানা পুলিশ বুধবার রাত ১০টার দিকে দক্ষিণ উল্টাছড়ির গায়েবি মাজার থেকে আটক করে। সে স্থানীয় মুসলিমনগর গ্রামের মো: মনির হোসেনের ছেলে।
পানছড়ি থানার অফিসার ইনচার্জ মো: মিজানুর রহমান জানান, রফিকুল ১৯৯৭ সালে খাগড়াছড়ি সদর থানার অস্ত্র আইনের ১৯ (চ) ধারার মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী। দীর্ঘ ১৮ বছর রফিকুল ইসলাম আইন শৃংখলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে ছদ্মবেশে দরবেশ, সাধুবাবা সেজে দেশের বিভিন্ন মাজারে মাজারে ঘুরে বেড়াত। কিছুদিন ধরে সে উল্টাছড়ি গায়েবি মাজারে আশ্রয় নেয়।

No comments

Powered by Blogger.