ইরানের সঙ্গে মুক্ত বাণিজ্য এলাকা গড়ে তুলতে চায় ইউরেশিয়ান জোট

ইসলামি প্রজাতন্ত্র ইরানের সঙ্গে মুক্ত বাণিজ্য এলাকা গড়ে তোলার লক্ষ্যে রাশিয়ার নেতৃত্বাধীন ইউরেশিয়ান অর্থনৈতিক জোট বা ইইইউ একটি পরিকল্পনা নিয়েছে। পাশাপাশি এ জোট আজ (বৃহস্পতিবার) ইরানের সঙ্গে একটি অন্তর্বর্তী চুক্তি করেছে। কাজাখস্তানের রাজধানী আস্তানায় এ চুক্তি সই হয়। কাজাখ সূত্রগুলোর খবরটি নিশ্চিত করেছে। এ জোটের সদস্য হচ্ছে রাশিয়া, আর্মেনিয়া, বেলারুশ, কাজাখস্তান ও কিরগিজিস্তান।
ইরানের পরমাণু সমঝোতা থেকে মার্কিন সরকার বেরিয়ে যাওয়ার পর তেহরানের ওপর যখন ওয়াশিংটন আগের নিষেধাজ্ঞা বহাল করছে তখন ইইইউ’র সঙ্গে ইরানের এ চুক্তি হলো। ২০১৫ সালে ইরান ও ছয় জাতিগোষ্ঠীর মধ্যে পরমাণু সমঝোতা সই হয় এবং তারপর তেহরানের ওপর থেকে মার্কিন নিষেধাজ্ঞা তুলে নেয়া হয়।
ইরানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে আমেরিকা বিশ্বের বিভিন্ন কোম্পানিকে তেহরানের সঙ্গে বাণিজ্য করার বিষয়ে হুঁশিয়ার করেছে। এ অবস্থায় ইরান এখন পরমাণু সমঝোতায় টিকে থাকা বাকি পাঁচটি দেশের সঙ্গে চুক্তির ভবিষ্যৎ নিয়ে বিস্তারিত আলোচনা করছে। ইরান বলছে, পরমাণু সমঝোতা যদি তেহরানের স্বার্থকে সুরক্ষা না দেয় তাহলে তারাও সমঝোতা থেকে বেরিয়ে যাবে।

No comments

Powered by Blogger.